পিয়ালী সিনহা , নয়া দিল্লি :- ব্যাঙ্ক লোন গরীব কৃষক রা নিতে ভয় পায় .হয়ত শোধ করতে পারব না .এই ভয় কাজ করে গরীবদের .আর বড়লোকরা সুযোগ খুঁজে আর তাঁর সদ্বব্যাবহার করে। কোটিপতি শিল্পপতিরা ব্যাঙ্কের টাকা কে বাপের টাকা মনে করে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে গায়েব । আর দেশের রাজনৈতিক নেতারাা না শোনার ভান করে না দেখার ভান করে সময় কাটিয়ে দেয় । এই ভাবেই ব্যাঙ্কের টাকা জনগণের টাকা লুঠ হতে থাকে।
ভারতে ২৪২৬ জন লুট করেছেন ১,৪৭,৩৫০ কোটি টাকা। সেই ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তালিকায় রয়েছে ৩৩ টি ব্যাঙ্কের নাম। ডেরেক জানিয়েছেন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা তিনি নিজের টুইটারে শেয়ারও করেছেন।
গত বছরের ৩০ সেপ্টম্বর পর্যন্ত দেশে ২৪২৬ জন ঋণখেলাপি আছে বলে জানিয়েছেন তিনি। ডেরেকের অভিযোগ এরা সবাই ১,৪৭,৩৫০ কোটি টাকা লুট করেছে। অভিযোগের সমর্থনে ২ টি তালিকা প্রকাশ করেছেন ডেরেক। একটি ঋণখেলাপিদের তালিকা। আর অপরটি হল কোন ব্যাঙ্ক-এর কত কোটি পাওনা রয়েছে, তার তালিকা।
কেন্দ্রের অবস্থানকে কটাক্ষ করতে গিয়ে ডেরেক বলেছেন, এই টাকায় পরিযায়ীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দেওয়া যেত। কেন্দ্রকে আক্রমণ করে ডেরেকের আরো অভিযোগ পুঁজিবাদকে মদত দিচ্ছে কেন্দ্র।
আর পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া মিটাতে পারে না সরকার .রেলকে বেসরকারীকরণ করতে হয়। হাজার হাজার কোটি টাকা লুঠ হয় ব্যাঙ্কের মাধ্যমে।