উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর র‍্যালির প্রথম সারিতে আখাকল গণহত্যার অভিযুক্ত 

Spread the love

অয়ন বাংলা ডেস্ক: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী র‍্যালিতে দেখা গেল ২০১৫ সালের আখাকল গণহত্যা মামলার অন্যতম অভিযুক্তকে। সম্প্রতি উত্তর প্রদেশের বিসাদা গ্রামে বিজেপির প্রচারের প্রথম সারিতেই মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত অভিযুক্ত বিশাল সিং। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর মহম্মদ আখলার খুনের জন্য অভিযোগ উঠেছিল এই বিশাল সিংয়ের বিরুদ্ধে। সেদিন ফ্রিজের ভিতর গো-মাংস রাখা ও খাওয়ার অপরাধে সন্দেহজনক বহু মানুষের ওপর হামলা চালায় প্রায় ২০০ জনের একটি বাহিনী। তারা মহম্মদ আখলাকে (৫১) বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তার ওপরে ফেলে তাঁর ওপর চড়াও হয়। ফলে গুরুতর জখম হন  মহম্মদ। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলেও এই ঘটনায় গুরুতর জখম হন।আরও  ১৬ জনের নাম অভিযুক্তের তালিকায় উঠে আসে। এই হত্যাকাণ্ডের আগে ঘোষণা করা হয়েছিল স্থানীয় মন্দিরে গো-মাংস রেখেছিল মহম্মদের পরিবার। পরে সূত্র মারফৎ জানা যায়, ওই ঘোষণার মূলে ছিল বিশাল সিং।  অল ইন্ডিয়া মুসলিম সংগঠনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, যোগী আদিত্যনাথের র‍্যালিতে অভিযুক্তকে দেখা যাওয়ার বিষয়টিকে দুৰ্ভাগ্যজনক। ভালোভাবে নিচ্ছে না স্থানীয় মুসলিমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.