মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা সমূহের ১৪ তম স্পোর্টস বহরমপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হল
হাসান বাসির,বহরমপুর :- মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটি আয়োজিত জেলার মাদ্রাসা সমূহের ১৪ তম স্পোর্টস বহরমপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির পেট্রোন বিদ্যুৎ মন্ত্রী জনাব আখরুজ্জামান সাহেব
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম ডেভেলপমেন্ট ( মাইনোরিটি ) মুর্শিদাবাদ,
সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস ও পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বর্ষিয়ান সদস্য তথা উত্তর 24 পরগনা জেলার বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় জনাব এ কে এম ফারহাদ , মুর্শিদাবাদ জেলার ছয় বারের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন প্রাক্তন ক্রীড়াবিদ, জনাব চাঁদ মোহাম্মদ সাহেব, জেলা সংখ্যালঘু আধিকারিক মাননীয়া রেনুকা খাতুন মহাশয়া, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মাননীয় অমর কুমার শীল মহাশয়, সহকারি বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মাননীয় সেলিম মোহাম্মদ সালেহ। মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির সম্পাদক মাননীয় জেলা কমিটির যুগ্ম সম্পাদক, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সদস্য শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত মাননীয় মোঃ আনসার আলী, জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা মাননীয়া রাফিনা ইয়াসমিন, মনিরুউদ্দিন খান
খেলা পরিচালনার মুখ্য ভূমিকায় ছিলেন শ্রী সুব্রত দাস, মোহাম্মদ হযরত উল্লাহ, আশরাফ আলী, তুহিন আলী, ডি এস এ ও স্কুল স্পোর্টসের জেলার কর্মকর্তাগণ।
বহরমপুর মহকুমার ১৭ জন ছাত্র ছাত্রী প্রথম স্থানাধিকারী ২০ জন ছাত্র ছাত্রী দ্বিতীয় স্থানাধিকারী,১৩ জন ছাত্র ছাত্রী তৃতীয় স্থানাধিকারী অর্জন করে।
ডোমকল মহকুমার ১০ জন ছাত্র ছাত্রী প্রথম স্থানাধিকারী ১৭ জন ছাত্র ছাত্রী দ্বিতীয় স্থানাধিকারী,১৩ জন ছাত্র ছাত্রী তৃতীয় স্থানাধিকারী অর্জন করে।
জঙ্গীপুর মহকুমার ১০ জন ছাত্র ছাত্রী প্রথম স্থানাধিকারী ৫ জন ছাত্র ছাত্রী দ্বিতীয় স্থানাধিকারী,৭ জন ছাত্র ছাত্রী তৃতীয় স্থানাধিকারী অর্জন করে।
কান্দী মহকুমার 8 জন ছাত্র ছাত্রী প্রথম স্থানাধিকারী ১ জন ছাত্র ছাত্রী দ্বিতীয় স্থানাধিকারী,৮ জন ছাত্র ছাত্রী তৃতীয় স্থানাধিকারী অর্জন করে।
লালবাগ মহকুমার ২০ জন ছাত্র ছাত্রী প্রথম স্থানাধিকারী ১৮ জন ছাত্র ছাত্রী দ্বিতীয় স্থানাধিকারী,১৭ জন ছাত্র ছাত্রী তৃতীয় স্থানাধিকারী অর্জন করে।