নিউজডেস্ক:- লকডাউন কবে শেষ হবে ,কবে স্কুল খুলবে এখন এই নিয়ে চলছে জল্পনা । আগামী ১৪ এপ্রিল শেষ হচ্ছে ২১ দিনের লকডাউনের মেয়াদ। অর্থাৎ হিসাব মতো ১৫ এপ্রিল থেকেই জনজীবন স্বাভাবিক হওয়ার কথা। এই মুহূর্তে করোনা মোকাবেলায় স্তব্ধ রয়েছে গোটা দেশ। কলকারখানা, অফিস কাছারির মতো বন্ধ স্কুল কলেজও। ফলে পড়াশুনায় ব্যাপক ক্ষতি হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
অন্যদিকে মাঝপথেই বন্ধ হয়েছে উচ্চমাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও খাতা দেখার কাজ এখনও শুরু করে উঠতে পারেনি সরকার। সিবিএসসি আইসিএসসি-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিরও একই অবস্থা। এমতাবস্থায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানালেন, কবে থেকে দেশজুড়ে স্কুল কলেজ খুলবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১৪ এপ্রিল। এদিনই লকডাউনের শেষ দিন। দেশের করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে স্কুল কলেজ খোলার ব্যাপারে এদিনই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্র।
এদিন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আরও জানান, ‘যদি ১৪ এপ্রিলের পরেও আরও কিছুদিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকে তাহলে যাতে পড়াশোনার কোনো রকম ক্ষতি না হয় সে ব্যাপারে খেয়াল রাখবে সরকার।’ তাছাড়া তিনি আরও জানান, ‘লকডাউন পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার কি সময়সূচী এবং দিনক্ষণ ঠিক করা হবে সে ব্যাপারে ইতিমধ্যেই একটি পরিকল্পনা গৃহীত হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী ঠিক হবে দিনক্ষণ।’
সৌজন্য:- এই সময় পত্রিকা