আবুল কাশেম ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হল

Spread the love

আবুল কাশেম ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হল

 

২৬ অক্টোবর কলকাতার আবুল কাশেম ফজলুল হক সাহেবের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হলকলেজ স্কোয়ারস্থিত ত্রিপুরা হিতসাধনী সভাঘরে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়ার উদ্যোগে আবুল কাশেম ফজলুল হক সাহেবের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হল। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ আলিমুজ্জমান, অধ্যাপক সাইফুল্লাহ, সাংবাদিক মোশারফ হোসেন, ফিল্মমেকার মুজিবর রহমান, সম্পাদিকা সুতপা ভট্টাচার্য সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে ‘শেরে বাংলা স্মৃতি রক্ষা পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়। উদ্যোক্তাদের মতে বিভাগোত্তর পশ্চিমবঙ্গে এরকম উদ্যোগ প্রথম। পরিষদের কনভেনার করা হয় ড. রামিজ রাজাকে। উক্ত কমিটির উপদেষ্টা হিসেবে আলিমুজ্জমান সাহেব ও সাইফুল্লাহ সাহেব পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। ‘শেরে বাংলা স্মৃতি রক্ষা পরিষদ’ মিটিং এর মাধ্যমে পরবর্তীতে পরিষদের কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে ঠিক হয়। উক্ত বিশিষ্টজন ছাড়াও কমিটিতে থাকছেন শেখ আবদুল মুরাদ, মেহেদী হাসান, নূর মোহাম্মদ, ড. মোজাফফর রহমান, মির্জা মোশারফ হোসেন, শেখ জানে আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শেরে বাংলা সম্পর্কে নিজেদের মত ব্যক্ত করেন এবং প্রায় সকলেই শেরে বাংলা সম্পর্কে বাঙালি মননে চর্চার দাবি জানান।‌ বক্তা আলিমুজ্জামান শেরে বাংলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কোন বাংলা দৈনিকে শেরে বাংলা সম্পর্কে কোন লেখা প্রকাশিত না হওয়াই দুঃখ প্রকাশ করেন।‌ উপস্থিত সকল বিশিষ্টজনই শেরে বাংলার আদর্শ ও কর্মকাণ্ড প্রচারে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়ার হাত শক্ত করতে আহ্বান জানান আপামর বাঙালিকে। প্রাক্তন সাংসদ মইনুল হাসান একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এই স্মৃতি রক্ষা কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। ভবিষ্যতে প্রয়োজনমতো এই কমিটি আরো বর্ধিত করা হবে বলে জানান উদ্যোক্তারা। এই সাধু উদ্যোগকে কুর্নিশ জানান উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.