৩৪ নম্বর জাতীয় সড়কের শেখ দিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ১০ মৃত দুই !
নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ একটি বোলিরো পিকআপ এবং লরির সংঘর্ষে আহত ১০ এবং মৃত দুই।
স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণনগর থেকে লিচু পাইকারি ব্যবসায়িকরা লেবার নিয়ে আসছিল জঙ্গিপুরে। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে সাগরদিঘী থানার শেখ দিঘী এবং জনশীর মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয় এলাকার মানুষ খবর দেয় সাগরদিঘী থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে সাগরদিঘী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন এবং আরও ১০ জন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুইজনের নাম দিশাই দাস ও নরেশ দুর্লভ তাদের দুজনের বাড়ি কৃষ্ণনগরের পালপাড়া এলাকায় ও আহত ১০ জনের বাড়ি কৃষ্ণনগর বলে জানা গিয়েছে। ঘাতক লরি টি কে আটক করেছে সাগরদিঘী থানার পুলিশ।