২০১৯-২০২০ শিক্ষাবর্ষে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের আবেদন শুরু পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া
২ আগস্ট ২০১৯: নতুন দিল্লীতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আজ স্কলারশিপ প্রদানের ঘোষণা দেয়। এই স্কলারশিপের উদ্দেশ্য হল সেই সকল দরিদ্র মেধাবী পড়ুয়াদের সাহায্য করা যারা দ্বাদশ শ্রেণী পাস করার পর উচ্চ শিক্ষার্জন করতে চায়। যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে উচ্চ শিক্ষা অর্জন করছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। পপুলার ফ্রন্ট বিগত ৯ বছর ধরে উচ্চশিক্ষার এই জাতীয় স্কলারশিপ স্কিম বাস্তবায়ন করে আসছে। যারা স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা বা উচ্চ শিক্ষার অন্য কোর্স করছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে তাদের কোর্সের সময়সীমা কম পক্ষে ১ বছর হওয়া আবশ্যক। সাংবাদিকতা, আইন ও সমাজ সেবামূলক কোর্সের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হবে। আদেবন করার জন্য
http://ww.popularfrontindia.org সাইটে গিয়ে অন লাইন আবেদন করতে হবে। ২০১৯ সালের ৩১ জুলাই থেকে উক্ত সাইটে আবেদন পত্র পাওয়া যাবে। আবেদন করার শেষ সময় ৩১ আগস্ট ২০১৯ । পপুলার ফ্রন্ট ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে এই স্কলারশিপ প্রদান শুরু করে। এই পর্যন্ত ১৩ রাজ্যের মোট ১২৫৪৫ জন পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ছাত্র হল ৬০২৪ জন ও ছাত্রী ৬৫২১ জন। মোট ব্যয় করা হয়েছে ৭ কোটি ৭৮ লক্ষ টাকা। পপুলার ফ্রন্ট পড়ুয়াদের আবেদন করে যে, তারা তাদের শিক্ষা পূর্ন হওয়া বা চাকরিতে যোগ দেওয়ার পর একজন সচেতন নাগরিক হিসেবে সমাজকে যেন সাহায্য করে।