বির্পযয়  মোকাবিলা দপ্তরের ২০২০ সালের আমফান ও বুলবুল ঝড়ের ক্ষতিগ্রস্ত ত্রান উদ্ধার ২০২৩ সালে জয়নগরে

Spread the love

বির্পযয়  মোকাবিলা দপ্তরের ২০২০ সালের আমফান ও বুলবুল ঝড়ের ক্ষতিগ্রস্ত ত্রান উদ্ধার ২০২৩ সালে জয়নগরে

মোমিন আলি লস্কর জয়নগর :-
জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে ২২শে সেপ্টেম্বর দুপুর বেলা বহড়ু ক্ষেত্র গ্ৰামপঞ্চয়েত অধিনে আমফানে সরকারি সাহায্যের জিনিস পত্র ,অনত্র পাচারের সময় হাসিমপুরে গাড়িসহ আটক করল স্থানীয়রা, বহড়ুক্ষেত্র গ্ৰাম পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর বলেন আজ এখানে দেখাগেল বিগত 2020 সালে 20 মে আমফান ও বুলবুল হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের বিপজ্জয়মোকাবিলা দপ্তরের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে এলাকার ক্ষতিগ্রস্ত -দুরগস্থ মানুষের সরকারি সাহায্যের পৌঁছাতে এই অঞ্চলের পদ আধিকারিক হাতে সরকারের দেওয়া প্যাকেজ তুলে দিয়েছিলেন। কিন্তু এখন ২০২৩ সাল ,আমরা দেখতে পাচ্ছি হঠাৎ গ্ৰামের মানুষ দোকান বন্ধ রেখে নামাজ আদায় জন্য চলে গেছে। এমনি সময় কয়েকজন নামাজী দেখতে পায় একটি গোডাউন খুলে ইঞ্জিন চালিত ভ্যানের উপর সরকারের বিপজ্জয়মোকাবিলা দপ্তরের সরকারি লেবেলসমূহ জিনিস পত্র বোঝাই করছে, প্রথমে নামাজীরা এসে গাড়িটি বাদী দেয় ,এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্ৰামবাসীরা ঘটনার স্থলে উপস্থিত হয় এবং গাড়িসহ জিনিস পত্র আটক করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি নির্দেশে ঘটনার স্থলে পৌঁছালেন জয়নগর থানার পুলিশ বাহিনী ।প্রধান মতিবুর রহমান লস্কর বলেন আমফান ও বুলবুল হয়েছিল ২০মে ২০২০ সালে ,তার পর বিপজ্জয়মোকাবিলা দপ্তরের মাধ্যমে সরকারি লেবেলসমূহ জিনিস পত্র আসা সত্ত্বেও এতদিন কেন জিনিস পত্র গুলি গোডাউনের মধ্যে জড়ো রাখা হয়েছিল এর দায়ী এই অঞ্চলের পদ আধিকারিকরা। তিনি আরো বলেন পদ আধিকারিক ছাড়া এই সরকারির জিনিস পত্র অন্য কারো কাছে আসতে পারেনা । সঠিক ভাবে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.