২৫০ বছর পুরাতন চার্চ পুড়ে‌ ছাই! এটাও কোন অশনি সংকেত ?

Spread the love

নিউজ ডিস্ক :-  সব কিছুই যেন লন্ড ভন্ড হয়ে যাচ্ছে ,২০২০ । প্রতিনিয়তই দিয়ে চলেছে এক অশনি সংকেত ।এর যে শেষ কোথায় কেউ কি তা জানে ?  বিষ সালটা যেন সবকিছুই ওলটপালট করে দিয়ে যাচ্ছে। একদিকে করোনা ভাইরাসের ত্রাস অন্যদিকে এঁকের পর এক বিপর্যয়ে কোন পথে এগোচ্ছে মানুষের জনজীবন? তবে কি কোনো সংকেত দিচ্ছে ২০২০ সাল ! তথাপি ভারত সহ গোটা বিশ্বে একপ্রকার ধ্বংস স্তুপে পরিণত হচ্ছে। প্রতিদিন ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এমন পরিস্থিতিতে ২৫০ বছরের বেশি পুরনো চার্চ আগুনের ভয়াল গ্রাসে ধ্বংস স্তুপে পরিণত করেছেন। কোটি কোটি মানুষ আজ দিশে হারা কাজ হারা ।

এবার ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকান্ড ,পুড়ে গেল

ভয়াবহ অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অতিপ্রাচীন ক্যাথলিক খ্রিস্টানদের একটি চার্চ পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থিত চার্চটিতে ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংস্কারকাজ চলছিল। এমন সময় এ অগ্নিকাণ্ড ঘটল। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে চার্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিনির্বাপক কর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিনির্বাপক বাহিনীর ক্যাপ্টেন পল নেগ্রেতে বলেন, চার্চের ছাদ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরেও অনেক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.