বাজেট ঘাটতি অনেক! ৩০ বছরের প্রথমবার গচ্ছিত সোনা বিক্রি করবে রিজার্ভ ব্যাঙ্ক
ওয়েবডেস্ক: গচ্ছিত সোনা বিক্রি করার কথা ভাবছে দেশের রিজার্ভ ব্যাঙ্ক। এমন ঘটনা গত ৩০ বছরে কখনও ঘটেনি। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, সোনা কেনার দিকেই বেশি ঝোঁক ছিল আরবিআইয়ের। কিন্তু দেখা যাচ্ছে যবে থেকে জালান কমিটি গঠিত হয়েছে, তারপর থেকেই আরবিআইয়ের সোনা বিক্রির অনেকটাই প্রবণতা বেড়ে গিয়েছে। একটি রিপোর্ট পেশ করে জালান কমিটি জানিয়েছিল, সোনার লেনদেন বাড়ানো উচিত রিজার্ভ ব্যাঙ্কের। সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ১.১৫ বিলিয়ন ডলারের সোনা বিক্রি করে ফেলেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের সাপ্তাহিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরেই মোট ৫.১ বিলিয়ন ডলারের সোনা ক্রয় করেছে তারা। দেখা যাচ্ছে, সোনার লেনদেন প্রবণতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে আরবিআই। সংবাদমাধ্যমের দাবি, গত আগস্ট মাসের শেষের দিকের হিসাব অনুযায়ী, আরবিআইয়ের সঞ্চয়ে সোনার মোট পরিমাণ ছিল ১.৯৮৭ মিলিয়ন আউন্স। গত ১১ অক্টোবরের শেষ হিসাব অনুযায়ী, ফরেক্স রিজার্ভে সঞ্চিত আছে ২৬.৫ বিলিয়ন ডলারের সোনা।
জালান কমিটির রিপোর্ট আসার পর থেকেই সোনার লেনদেন বাড়িয়ে দিয়েছে আরবিআই। গত বছরের শেষের দিকে গঠন করা হয়েছিল জালান কমিটি। আরবিআইয়ের অতিরিক্ত লভ্যাংশ কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি মেটাতে খরচ করা হবে কিনা, সেই বিতর্কের অবসান ঘটাতেই গঠন করা হয়েছিল জালাল কমিটি। অর্থাৎ আরবিআই সোনা বেচতে শুরু করলে, তা থেকে যা লাভ হবে আরবিআইয়ের, তার একটা বড় অংশ দিয়ে দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারকে।