৩৬৯ তম৩৬৯ তম পূর্বাভাস সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো জঙ্গিপুরে
নিজেস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ; প্রত্যেক মাসের মতো এই মাসেও অনুষ্ঠিত হলো পূর্বাভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা, জঙ্গিপুরের সদরঘাটে, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ব্যক্তি বর্গেরা। গঙ্গার তীরবর্তী সদরঘাট যেন সাহিত্যের আঁকিবুকিতে জড়িয়ে গেছিল সকাল ১১টা থেকে বিভিন্ন কবিদের কবিতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকে।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আবুল কালাম, গফুর সেখ, জয়নুল আবেদীন, কবি এস.কে.এম মিজানুর রহমান, রুপালি চ্যাটার্জি, বাদল সূত্রধর, কবি সুকুমার সাহা, মিঠু সাহা,মোয়াজ্জেম হোসেন, বৈরাগী রবীন্দ্রনাথ হালদার,মাইনুল ইসলাম, অসীম সরকার, কবি সাহিন হোসেন, সুজয় দাস, বুদ্ধদেব ঘোষ প্রমুখ। ভোজনরসিক কবি সাহিত্যিক তাহাসিনুল ইসলাম সকল কবি গনের মাধ্যাণভোজন সেরেই সাহিত্য অনুষ্ঠান অন্তিম লগ্নে পৌঁছায়।জঙ্গিপুরে
নিজেস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ;- প্রত্যেক মাসের মতো এই মাসেও অনুষ্ঠিত হলো পূর্বাভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা, জঙ্গিপুরের সদরঘাটে, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ব্যক্তি বর্গেরা। গঙ্গার তীরবর্তী সদরঘাট যেন সাহিত্যের আঁকিবুকিতে জড়িয়ে গেছিল সকাল ১১টা থেকে বিভিন্ন কবিদের কবিতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকে।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আবুল কালাম, গফুর সেখ, জয়নুল আবেদীন, কবি এস.কে.এম মিজানুর রহমান, রুপালি চ্যাটার্জি, বাদল সূত্রধর, কবি সুকুমার সাহা, মিঠু সাহা,মোয়াজ্জেম হোসেন, বৈরাগী রবীন্দ্রনাথ হালদার,মাইনুল ইসলাম, অসীম সরকার, কবি সাহিন হোসেন, সুজয় দাস, বুদ্ধদেব ঘোষ প্রমুখ। ভোজনরসিক কবি সাহিত্যিক তাহাসিনুল ইসলাম সকল কবি গনের মাধ্যাণভোজন সেরেই সাহিত্য অনুষ্ঠান অন্তিম লগ্নে পৌঁছায়।