মুর্শিদাবাদের খড়গ্রামে পথদুর্ঘটনায় মৃত ৪ আহত ২
রাজেন্দ্র নাথ দত্ত ও জৈদুল সেখ কান্দী :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার ভালকুন্দী গ্রামে একটি চায়ের দোকানে ঢুকে পড়লো একটি ডাস্ট বোঝাই ডাম্পার। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন আরও দুইজন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে রামপুরহাট থেকে থেকে একটি ডাম্পার শেরপুর এর দিকে যাচ্ছিল রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারনে নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণ হারানো ডাম্পারটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত হয়েছিলেন আরও ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে। সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। বাকি দু’জনকে চিকিৎসার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।মৃত ব্যক্তিদের নাম হেফজ্বল সেখ (৬২), প্রকাশ মার্জিত বয়স (৩২ ), উজ্জ্বল সেখ, (১৮ ),আলামিন সেখ বয়স (৬৫) এরা সকলেই ভালকুন্দী গ্রামের বাসিন্দা। খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দী মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ডাম্পার টিকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ যদিও চালক ও খালাসি পলাতক। পথদুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভালকুন্দী এলাকা জুড়ে ।