বিভিন্ন দল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করল জেলার ৪০ টি পরিবার। তারা আগের দলে যোগ্য সন্মান না পেয়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করলেন বলে জানালেন নব্য যোগদানকারী –
নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর :- বিভিন্ন দল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করল জেলার ৪০ টি পরিবার। তারা আগের দলে যোগ্য সন্মান না পেয়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করলেন বলে জানালেন নব্য যোগদানকারী। মোহনলাল রশিদ বলেন, যারা আমাদের দলে যোগদান করলেন তারা আমাদের দলে ভবিষ্যতে কাজ করবে।আমাদের দল ভালো মানুষের দল। মানুষকে কথা বলার সুযোগ দেয়। যারা যোগদান করলেন তাদেরকে আমাদের দলে স্বাগত জানালাম। বৃহস্পতিবার গোরাবাজার কুমার হোস্টেল মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সেই পথসভায় ৪০ টি পরিবার যোগদান করলেন সর্বভারতীয় আর্য মহাসভায়। এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তাঁর লিফলেট বিতরণও করা হয়। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মোহনলাল রশিদ, বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল, জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি, জেলা সহ সভাপতি প্রতীক ব্যানার্জী, শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থ সারথি চ্যাটার্জী, জেলা মহিলা সভা নেত্রী পুষ্পশ্রী চ্যাটার্জি সহ দলের একাধিক নেতা ও কর্মীরা।