43 তম মুর্শিদাবাদ জেলা বইমেলার শুভ সূচনা করলেন মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
স্টাফ রির্পোটার বহরমপুর,মুর্শিদাবাদ :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ভাষা শিখবো বই লিখবো এই আঙ্গিকে শনিবার ৪৩ তম বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। তত্ত্বাবধানে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। আয়োজক স্থানীয় গ্রন্থাগার কীর্তক মুর্শিদাবাদ। এই বই মেলা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জেলা শাসক শ্রী রাজর্ষী মিত্র, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী চিরন্তন প্রামাণিক, অতিরিক্ত জেলা শাসক জেনারেল শ্রী দিনোনারায়ন ঘোষ , অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সামসুর রহমান, সভাধিপতি রুবিয়া সুলতানা, সহ সভাধিপতি আতিবুর রহমান, অপুর্ব সরকার ডেভিড, রবিউল আলম চৌধুরী। জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স এর অফিসার ইন চার্জ শ্রী অমিতদেব মন্ডল, জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক শ্রী কমল চক্রবর্তী, এস ও আই শ্রী পুলক কুমার কর, কে এন কলেজের প্রিন্সিপাল সুজাতা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিগন। এই বইমেলায় বইয়ের স্টলের পাশাপাশি বিভিন্ন ধরনের স্টল দেখা যায়। যার মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্টলটি।
43 তম মুর্শিদাবাদ জেলা বইমেলার শুভ সূচনা করলেন মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বহরমপুর শহরের ঐতিহ্যবাহী ব্যারাক স্কয়ার গ্রাউন্ডে আগামী ৭ দিন চলবে এই বইমেলা। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক রবিউল আলম চৌধুরী, বিধায়ক আশিস মার্জিত সহ জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলাশাসক এবং জেলা বইমেলার সভাপতি মাননীয় রাজর্শ্রী মিত্র। সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আমার মায়ের বাড়ি মুর্শিদাবাদের সালারের কাছে তলোয়া গ্রামে।আমার মা আজ থেকে ৭৫ বছর আগে উচ্চমাধ্যমিকে প্রথম ডিভিশনে পাস করেন। মা আমাদেরকে বই পড়ার আগ্রহ জাগিয়েছিলেন। আপনারা ছেলেমেয়েদেরকে পয়সা দিন বই কেনার জন্য। মুর্শিদাবাদ গতবছর বই বিক্রিতে রেকর্ড করেছিল। আমি আশা করব এবারও রেকর্ড অক্ষুন্ন থাকবে। আগামী দিনে মুর্শিদাবাদে ২৬ টি শূন্য পদে নিয়োগ হবে স্বচ্ছ ভাবে। সকলে বই পড়ুন। আপনারা মুর্শিদাবাদ বাসীরা মুর্শিদাবাদের উপর প্রামাণ্য পুস্তক রচনা করুন আমার দপ্তর সরকারি খরচে সেটি ছাপানোর ব্যবস্থা করবে। বিধায়ক অপূর্ব সরকার পুনরায় মুর্শিদাবাদ গেজেটিয়ার চালু করার প্রস্তাব দেন।