নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- বহরমপুরে এক প্রেস কনফারেন্সে পপুলার ফজরন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আগামী 5ই জানুয়ারী বহরমপুরের ভাকুড়ী তে এক প্রতিবাদী জনসভার বিষয়ে রাজ্য সাধারণ সম্পাদক ড. মিনারুল সেখ প্রেস মিট করে সকলকে উপস্থিত হওয়ার আবেদন জানান ও বর্তমান সরকারের ব্যার্থতা প্রসঙ্গে এবং এর ফ্যাসীবাদী কার্যকলাপ সমন্ধে আলোচনা করেন। কেন্দ্রের বিজেপি সরকারের শাসনকালে দেশ অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে ফ্যাসিবাদ ক্রমশ: গ্রাস করছে। অর্থনৈতিক ধ্বস, দ্রব্যমূল্যের গনগনে উত্তাপ, নারীর ইজ্জৎ ও প্রাণ হারান আর্তনাদ, পিটিয়ে হত্যার রক্তে দেশ ভরে উঠলেও সরকার এসবের তোয়াক্কা করতে নারাজ। বরং রাম মন্দির, ৩৭০ ধারা লোপ করে তৃপ্তির ঢেকুর তুলছে বিশ্বজয়ের আস্ফালনে। ভেবে দেখার ফুরসৎ নাই বিশ্ব ক্ষুধার তালিকায় ১১৭ টি দেশের মধ্যে ১০২ নম্বরে আমাদের দেশ। ধমনীতে প্রবাহিত সাম্প্রদায়িকতা ও এনআরসি নিয়ে বিভোর। এজন্যই সি এ এ এবং এন পি আর। এটা তাদের মুসলিম মূলনিবাসী বুকের উপর বর্ণবাদী হিন্দু রাষ্ট্র গঠনের শেষ মঞ্জিল।
সরকারের এহেন ধ্বংসাত্মক পদক্ষেপে দেশ বিপন্ন। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সরকারের এতদ্ নীতির বিরুদ্ধে নীরবতা উপেক্ষা করে সরব আওয়াজ তুলেছে সারা দেশে, বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে। তারই অন্যতম কর্মসূচি হিসেবে আগামী ৫ জানুয়ারি ২০২০, রবিবার বেলা ১ টাই, বহরমপুরের উপকণ্ঠে ভাকুড়ি ময়দানে এক বিশাল প্রতিবাদী সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ভাইস-চেয়ারম্যান এম এ সালাম, সম্পাদক আনিস আহ্মেদ, মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, এমএলএ আলহাজ্ব নিয়ামত সেখ, মানবাধিকার সংগঠন এ পি ডি আর এর নেতা সুজাত ভদ্র, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম, রাজ্য সম্পাদক ডঃ মিনারুল সেখ, এস ডি পি আই এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ডঃ তাসলিম রাহ্মানী প্রমুখ উপস্থিত থাকবেন। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে সংগঠন মনে করছে।