নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা, মুর্শিদাবাদ:-
সারা বাংলা সহ মুর্শিদাবাদের মাদ্রাসা গুলোতে সাড়ম্বরে পালিত হলো ৭৩ তম স্বাধীনতা দিবস। আজ সকালে জেলার কান্দী থানার পাটেন্ডা গ্রামের ওহাব আলী মাদ্রাসার কচিকচা ছাত্র ছাত্রীদের নিয়ে পতাকা উত্তোলন ও র্যালি করে স্বাধীনতা দিবস পালন করে ।এছাড়াও বেলডাঙ্গা,ভাবতা ,ভগবানগোলা,জিয়াগঞ্জ,সুতি,ওমরপুর, সামসেরগঞ্জ, ফারাক্কা, ডোমকল, লালগোলা,কান্দী এলাকার খোসবাসপুর,মহলন্দী ও পাব্বতীপুর সহ বিভিন্ন প্রান্তের সমস্ত মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন শিক্ষকরা ছাত্রদের সামনে।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ডোনকল ,লালগোলা ,বেলডাঙ্গা সামসেরগঞ্জের বাসুদেবপুর জামেয়া মোহাম্মাদিয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসা সাজিয়ে তুলা হয়। পতাকা উত্তোলনের পর পরই দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন জামেয়া মোহাম্মাদিয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসার হেড মোদাররদেশ মাওলানা নুরুল ইসলাম কাশেমী। এসময় উপস্থিত ছিলেন জামেয়ার পরিচালন কমিটির সম্পাদক মোঃ আব্দুল খালেক সহ অন্যান্য আলেমগণ।
o
এছাড়াও ভাবতা আজিজিয়া ও পুরন্দরপুর হাই মাদ্রাসায় স্বাধীনতার বিষয়ে গুরত্নপূর্ণ আলোচনা ও স্বাধনতা দিবস পালন করা হয়।