জয়নাল আবেদীন, অয়ন বাংলা নিউজ :পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদ পরিবারদের পাশে দাঁড়াল ভারতীয় ক্রিকেট বাের্ড । ভারতের | সেনা তহবিলে ২০ কোটি টাকা অনুদান দিতে চলেছে বিসিসিআই । এই অর্থ শহিদ জওয়ানদের পরিবারের পাশাপাশি ভারতীয় সেনার উন্নতিতে কাজে লাগানাে হবে । উল্লেখ্য চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ের উপর | জঙ্গি হামলার ঘটনায় চল্লিশের বেশি জওয়ান শহিদ | হন । তাদের পরিবারের পাশে দাঁড়াতে আইপিএলের উদ্বোধনের দিন বিশেষ উদ্যোগ বাের্ডের । টুর্নামেন্টের ওপেনিং ডে ‘ তে কোনও উদ্বোধনী | অনুষ্ঠান থাকছে না । বদলে ম্যাচের আগে ধােনি | কোহলির হাত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের খরচ | বাবদ বিপুল অর্থ ভারতীয় সেনা তহবিলে তুলে দেওয়া হবে । | উদ্বোধনের দিন বিশেষ অতিথি হিসেবে ভারতীয় সেনা , নৌ সেনা ও বায়ুসেনার বিশিষ্ট ব্যাক্তিদের আমন্ত্রণ জানাতে চলেছে বিসিসিআিই । | এর আগে আইপিএলের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানের বরাদ্দ বাজেটের পুরােটাই সেনাতহবিলে অনুদানের প্রস্তাব রাখা হয়েছিল । সেই । সঙ্গে বিসিসিআইযের অস্থায়ী সভাপতি সিকে খান্না বাের্ডের কমিটি অফ অ্যাডমিনিটের্সদের , সেনা | তহবিলে ৫ কোটি টাকা অর্থ অনুদানের প্রস্তাব দেন । সেই পথে হেঁটেই এবার আইপিএলের উদ্বোধনের দিন সেনা তহবিলে ২০ কোটি টাকা তুলে দেওয়ার ভাবনা বিসিসিআইয়ের । বাের্ড সূত্রে জানা গিযেছে , ‘ শেষ মরশুমে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ কোটি টাকা | বরাদ্দ ছিল । সেই বাজেটের সঙ্গে আরও ৫ কোটি সংগ্রহ করে প্রায় ২০ কোটি টাকা অর্থের যােগান । করতে চলেছে বাের্ড । প্রযােজনে দুই দফায় এই অর্থ | তহবিলে জমা করা হবে । ২৩ মার্চ চেন্নাইয়ে | আইপিএল উদ্বোধনের দিন সংগৃহীত অর্থের পুরােটাই সেনা কর্তাদের হাতে তুলে দেওয়া হবে । ‘ এর আগে অলিয়ার বিরুদ্ধে রাঁচির তৃতীয় ওয়ান | ডে ম্যাচে ফৌজি টুপি পড়ে ম্যাচ খেলে পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধা জানিয়েছিল বিরাট – ধােনিরা । এবার আইপিএলের উদ্বোধনকালে সেনা তহবিলে মােটা অঙ্ক অনুদানের মধ্যে দিয়ে শহিদদের শ্রদ্ধা জানিয়ে | লিগ শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বাের্ড ।