প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে শোকসভা খিদিরপুরে
পরিমল কর্মকার (কলকাতা) : -ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে খিদিরপুরে একটি শোকসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায়। কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কোলবার্থ রোডে এই সভার আয়োজন করেন বিজেপি নেতা মনোজ কুমার শ্রীবাস্তব, সন্তোষ রাজবর, সন্দীপ রাজবর প্রমুখ নেতৃবৃন্দ।
এদিন সন্ধ্যায় প্রয়াত প্রণব মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সাধারণ ঘরের একজন ছেলে হয়ে রাজনৈতিক জীবনে প্রণববাবু কিভাবে ভারতবর্ষের শীর্ষ পদে অবস্থান করেছিলেন, এসব নানা স্মৃতি-কথা বক্তাদের কথায় উঠে আসে।
বক্তব্য রাখেন, মনোজ কুমার শ্রীবাস্তব, সন্তোষ রাজবর, সন্দীপ রাজবর প্রমুখ।