বিবেক কুমারের নতুন বাংলা গান “চলছে দিনকাল” প্রসঙ্গে দু’-চার কথা

Spread the love
  1. *বিবেক কুমারের নতুন বাংলা গান “চলছে দিনকাল” প্রসঙ্গে দু’-চার কথা*

*ফারুক আহমেদ*

 

 

বৈশাখের শুরুতে আশা অডিও-র প্রযোজনায় প্রকাশিত হয়েছে বিবেক কুমারের নতুন বাংলা গান – “চলছে দিনকাল”। অভিজ্ঞ এই আইএএস অফিসারের গান আমরা আগেও শুনেছি। আমরা জানি তাঁর বাংলাকে ও বাংলা ভাষাকে ভালোবাসার কথা। এবারের গানের বিষয়ভাবনা ও শীর্ষক “চলছে দিনকাল”। এই গানে সুরের চলন বিবেক কুমার আগেই তৈরি করেছিলেন। একটু দ্রুত গতির গান, তার সঙ্গে মেশানো আছে হালকা রক স্টাইলের একটি মিক্স ও ম্যাচ। এই গানের কথা লিখেছেন সুব্রতা ঘোষ রায়। সুর হওয়ার পর সুব্রতা গানের কথা লিখেছেন বিবেক কুমারের দেওয়া বিষয়টি ভেবে বিবেক কুমারের সঙ্গে নিয়ত আলোচনা করে নিজের মতো করে এবং নিজের ঘরানায়। এই সুরে কথা মিলিয়ে দেওয়া কাজটা খুব সহজ ছিল না। কিন্তু তাঁরা এই কাজটি করেছেন যেন খুব একাগ্রতায়, আন্তরিকতায় ও অনায়াসেই।

বিবেক কুমারের উৎসাহে, সুরে ও কণ্ঠে এবং সুব্রতার কলমে এর আগে রচিত হয়েছিল “আমার কলকাতা” ও “স্পর্শ”র মতো বিষয়ভিত্তিক ভালো বাংলা গান। “স্পর্শ” গানটি চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসবে থিম সঙ হয়েছিল এবং দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালেও নাচের সঙ্গে পরিবেশিত হয়েছিল। ভিন্ন স্বাদের এই গান দুটি শ্রোতাদের উৎসাহী করে তুলেছে বিবেক কুমারের গান সম্পর্কে। এই দুটি গানের কথা অনেকটা কবিতার মতো। সুব্রতা দীর্ঘদিন ধরে বহু উত্তর সম্পাদকীয়, গল্প, কবিতা লিখে আসছেন। কিন্তু গানের ক্ষেত্রে বিবেক কুমারের কণ্ঠ, সুর, সঙ্গীত ভাবনা ও সুব্রতার কথার যুগলবন্দি যেন জাদুবলে অন্য মাত্রা পায়। এর আগের গান দুটি ঠিক গতানুগতিক গানের মতো ছিল না। একটি দীর্ঘগানে একটি নির্দিষ্ট বিষয়কে ধরে এগিয়ে চলা… বিষয়কে কেন্দ্র করে শুভবোধের গান, মেলবন্ধনের গান, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আশাবাদের গান। এবারের এই গানটিও কিছুটা দীর্ঘ।

কেমন হয় আমাদের মতো সাধারণ মানুষের দিনকাল? আমাদের জীবনের দৈনন্দিনতায় জড়িয়ে থাকে কতটা প্রকৃতি? পৃথিবীর রোজকার সময় পরিবর্তন ও বারোমাসের ঋতুর পরিবর্তনের সঙ্গে আমাদের জীবনের গতি প্রকৃতিও যেন রং বদলে বদলে নেয়। প্রকৃত সব অনুকূল ও প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে আমরা শেষমেশ প্রেমের কাছে, ভালোবাসার কাছেই মাথা নত করি। জীবনেও নানা গুমোট সময় আসে, আমরা আশা রাখি শান্তির বারিধারা নামবেই – “রিমঝিম রিমঝিম ধারাপাতে/ ছাতার নিচে জীবন হাঁটে মধ্যরাতে/ নতুন কোনো সুপ্রভাতের অপেক্ষাতে…”। আনেক সময় জীবনে কাঙ্ক্ষিত ‘চাওয়া’ যখন ‘পাওয়া’ হয়ে আমাদের হাতে আসে, আমরা টের পাই না। যখন সে চলে যায়, আমরা মুষড়ে পড়ি – আমাদের মনখারাপের ক্ষত নিয়ে। “সে এসে ফিরে গেছে/ গভীর রাত যেন/জ্যোৎস্না মুছে দিয়ে/আঁধার মন নিয়ে / লুকিয়ে রেখেছে সেই ক্ষত/ ক্ষত নিবিড় হয়/ আকাশ কালো মেঘে/সূর্য ছুটি নেয় হঠাৎ যদি দরকারে/ জমা কাজের বোঝা যত/অলস দৃষ্টির সীমানা ছেড়ে দিয়ে /ভেঙে যায় শুধু বারে বারে……”
মনের আকাশে মেঘ জমলেও জমা কাজ সেরে ফেলার তাগিদে আমরা আবার আমাদের অলসতা কাটিয়ে উঠি…অগোছালো মনকে গোছাই…… “সবই অগোছালো, বেড়েই যায় জট/ ধোঁয়াশায় ভরা হয় মানসপট/ বসেই আছি, দিন তবুও আসে, ভালোবাসে”। দিন যেমন থেমে থাকে না, দিন আমাদেরও থেমে থাকতে দেয় না। নদীর জল যেমন তীরে এসে তীরের তপ্ত বালুতটকে সিক্ত করে, তেমনি দিনও তার এগিয়ে চলার হাত আমাদের দিকে বাড়িয়ে দেয়। এ তো আমাদের সক্কলের গল্প।
মনে মেঘের ছায়া থাকে, মনে কান্না জমা থাকে… তবু সব নাম-না-জানা মনের অসুখ সরিয়ে রোদ্দুর হেসে ওঠে। পুরনো স্মৃতির সঙ্গে নতুন দিনের গল্পরাও এসে যায় আমাদের উঠোনে। আকাশ যত উঁচুতেই থাক তাকে দিগন্তের মাটি স্পর্শ করতেই হয়। অনাদিকাল ধরে দিনকালের এই চক্র আমাদের জীবনকে নিয়ে ঘুরে চলেছেই। আমরা যেন সক্কলকে নিয়ে নতুন প্রভাতের রোদ্দুরে ভরসা রেখে বিভেদ ভুলে ভালোবেসে মিলেমিশে থাকতে পারি। কবি শঙ্খ ঘোষের কবিতার আহ্বানের সঙ্গে এই গান এক সুরে তাই “আরও বেঁধে বেঁধে থাকার…” প্রত্যাশাতেই শেষমেশ আস্থা রাখে।
এই গানে দ্রোণ আচার্য-র সঙ্গীতায়োজন ও মিল্টন মিউজিকের ভিডিওগ্রাফি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। নতুন বাংলা বছরের আবহে আশা অডিওর তরফে বিবেক কুমারের নতুন এই বাংলা গান দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছে। যারা এখনও শোনেননি, ইউটিউবে Cholche Dinkal। Vivek Kumar। Asha Audio দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন।

লেখক: সম্পাদক ও প্রকাশক উদার আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.