কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো কচি কাঁচাদের নিয়ে নৃত্য সংগীত অঙ্কন ও কবিতা প্রতিযোগিতা
.
হাসান বাসির ,বহরমপুর :- ১১ ই জানুয়ারি ২০২৫ মাতৃমুক্তি এস এইচ জি ও বহরমপুর পৌরসভার পক্ষ থেকে বহরমপুর কালেক্টারীর কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো কচি কাঁচাদের নিয়ে নৃত্য সংগীত অঙ্কন ও কবিতা প্রতিযোগিতা.প্রায়২৫০জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিভিন্ন বিভাগে.নৃত্যে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সুমী ডান্স একাডেমির কর্নধার সুমী সাহা শুভোম ডান্স একাডেমির কর্ন ধার শুভোম মিশ্র.অঙ্কনের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বহরমপুর মডেল সৌরভ চৌধুরী.সংগীতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ম্যাডাম অন্তরা ও ম্যাডাম প্রিয়া.
কৃতী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়.সকলে অত্যান্ত খুশি.মাতৃমুক্তি এস এইচ জির সেক্রেটারি মিসেস কল্যানী মন্ডল মোদক জানান আমাদের সংস্থা বছরে দুই থেকে তিনবার এই রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকে কারন শিক্ষার পাশাপাশি যাতে শিশুরা আরো বেশি করে নিজেকে সাংস্কৃতিক আঙ্গিনায় গড়ে তুলতে পারে প্রতিযোগিতার মধ্যে দিয়ে এটাই আমাদের সংস্থার একমাএ লক্ষ্য ও উদ্দ্যেশে.তবে অভিভাবকদের ও সাধুবাদ জানাই তারা শিশুদের প্রতিযোগী মুখর করে গড়ে তুলছেন।