নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর:- অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন, ও অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, এর যৌথ উদ্যোগে বহরমপুর মাইনরিটি অফিসের, কনফারেন্স হলে, মুর্শিদাবাদ জেলার মাইনরটি সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ও বাসস্থান, বিষয়ক উন্নয়নমূলক কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির ভাইস চেয়ারম্যান, ও কলকাতা নাখোদা মসজিদের ইমাম, জনাব কারী শাফিক কাসেমী সাহেব। ও মিল্লি কাউন্সিলের, পশ্চিমবঙ্গ রাজ্যের জেনারেল সেক্রেটারি, জনাব শাহুদ আলম সাহেব। ও উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এর রাজ্য যুগ্ম সম্পাদক, ও মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। ও সংগঠনের সভাপতি, মোজাফফর খান সাহেব। সংগঠনের জেলার চেয়ারম্যান, মাস্টার আনসার আলী সাহেব। ও মুর্শিদাবাদ জেলা জমিয়ত ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক, মুফতি নাজমুল হক সাহেব। ও বিভিন্ন সমাজ সেবকগণ। ও মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকের দায়িত্বশীল ইমাম মুয়াজ্জিনগণ। উক্ত সভায় সকলেই মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন মূলক আলোচনা করেন।