দিলদার আলী ,অয়ন বাংলা:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তৃণমূল কার্যালয় অফিসে একুশে জুলাই শহীদ স্মরণে প্রস্তুতি সভা সামনে রেখে এদিন আলোচনা সভা করা হয়ে এদিন উপস্তিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বিরীশ সরকার দঃদিনাজপুর জেলা সহ সভাপতি রিতেশ জোয়াদ্দার, কুশমন্ডি ব্লকে তৃণমূল যুব সভাপতি সেকেন্দার হক ,অভিজিৎ সরকার সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব এদিন দঃদিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার হাত ধরে ৩০টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল যুব কংগ্রেস যোগদান করেন বলে জানান দঃদিনাজপুর জেলা সভাপতি অম্বিরীশ সরকার আগমী বিধান সভা তৃণমূল কংগ্রেস দল সংগঠন শক্তিশালী হবে বলে জানান।
এই বিষয়ে এক যোগদানকারী জানান আজ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকারের হাত ধরে যোগদান করলাম এবং তৃণমূল রাজ্য সরকারের উন্নয়ন আজ যোগদান করলাম।