বহরমপুর থানার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ইমাম ও ঈদগা কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা
হাসান সেখ, বহরমপুর -আজ বুধবার বহরমপুর থানার উদ্যোগে ইমাম ও ঈদগাহ কমিটির ৭০জন সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল ,উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ আধিকারিক সহ বহরমপুর থানার আই সি শ্রী সৌনাক তরফদার । বহরমপুর পৌরসভার ২৮ নাম্বার ওয়ার্ড পৌর সদস্য আবুল কাওসার ঈদুল আযহার উপলক্ষ্যে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বার্তা দেন যে ঈদুল আযহা আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, এই উৎসবে যেন কোনমতেই কারোর জন্য কষ্টদায়ক না হয়, তার জন্য সু বন্দোবস্ত করা ও পরিবেশকে মনোরম রাখার জন্য সব রকমের চেষ্টা করতে হবে ।ঈদের দিন কোরবানি করার পরেই উচ্ছিষ্ঠ বস্তু, নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলার ব্যবস্থা করা এবং সকলকে ঐক্য ও এক হয়ে থাকার আহ্বান জানান। এছাড়াএ পুলিশ অফিসাররা আলোচনা করেন এবং উপস্থিত সকলেই সহমত পোষণ করেন ।