#খুন_একই_পরিবারের_তিনজন
#মুর্শিদাবাদের_জিয়াগঞ্জে
রাকিবুল ইসলাম,অয়ন বাংলা,মুর্শিদাবাদ :- বিজয়া দশমীর উৎসবের দিনে নৃশংসভাবে খুন হল একই পরিবারের তিনজন।
পুলিশ তদন্তে।
ঘটনা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাড়ীর ভেতরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার সন্তানসম্ভবা স্ত্রী সহ ৮ বছরের ছেলের ক্ষত বিক্ষত দেহ মেলায় চাঞ্চল্য ছড়ালো। জিয়াগঞ্জ কানাইগঞ্জ লেবুতলার বাসিন্দা ঐ পরিবারের মৃতরা হলেন স্বামী- বন্ধু প্রকাশ পাল ৩৫, স্ত্রী বিউটি মন্ডল পাল ৩০, ছেলে বন্ধু অঙ্গন পাল ৬। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার ১৬ নং ওয়ার্ডের কানাইগঞ্জ লেবুবাগানে নিজেদের বাড়িতে খাটের উপর দেহ মেলে প্রকাশ বাবুর, মেঝেতে তার ছেলে ও পাশের ঘরে তার স্ত্রী বিউটির দেহ মেলে। প্রকাশ বাবু গোসাঁই গ্রাম সাহা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সাগরদিঘীতে তাদের আদি বাড়ি হলেও ছেলের পড়াশোনার সূত্রে জিয়াগঞ্জের ঐ এলাকায় বছর দু আগে বাড়ি করে সপরিবারে বসবাস করতেন। আজ সকালে তাদের এহেন মৃত্যুতে হতবাক পড়শিরাও। খবর জিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।