বইমুখী করার মহান উদ্যোগ, বই পড়েই বর্ষবরণ বেহালায়

Spread the love

বইমুখী করার মহান উদ্যোগ, বই পড়েই বর্ষবরণ বেহালায়

পরিমল কর্মকার (কলকাতা) : বর্ষ শেষের দিন বই পড়ার মধ্য দিয়েই বর্ষবরণের এক অভিনব উদ্যোগ নিয়েছিল “আমরা বইপ্রেমী” নামের বেহালার একটি সংগঠণ। সকলকে বইমুখী করে তোলার লক্ষ্য নিয়েই এই প্রয়াস বলে জানালেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পিন্টু পোহান।

প্রসঙ্গত : ৩১ ডিসেম্বর রবিবার বিকেল থেকে শুরু করে রাত ১২ টা পর্যন্ত বেহালার মদনমোহনতলায় রাস্তার পাশেই বেঞ্চে বসে বই পড়লেন বহু বইপ্রেমী মানুষ। ঘড়ির কাঁটায় রাত ১২ বাজার সঙ্গে সঙ্গেই বর্ষ বরণের আনন্দঘন মুহূর্তকে সাদরে স্বাগত জানালেন তারা।

এক প্রশ্নের উত্তরে লেখক পিন্টু পোহান বলেন, স্মার্ট ফোন আর ডিজিট্যাল যুগে বই পড়ার অভ্যেস প্রায় বিলুপ্তির পথে। স্থানীয় লাইব্রেরীতে এখন পাঠকের সংখ্যা হাতে গোনা মাত্র ৫/৬ জন। তিনি এও বলেন, শুধু এখানেই নয়, সারা রাজ্য জুড়েই লাইব্রেরীগুলি ধুঁকছে পাঠকের অভাবে। এখনকার শিশুদের সময় কাটে মোবাইল ফোন হাতে নিয়েই। তাই বই পড়ার আগ্রহ কমছে। স্বভাবতই: বই ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ দুর্ভোগে রয়েছেন। লেখকরাও লেখার উৎসাহ হারাচ্ছেন। তাই বই পড়ার মধ্য দিয়ে মানুষকে বইমুখী করার লক্ষ্যেই তাদের এই প্রয়াস বলে জানান তিনি।

স্থানীয় কাউন্সিলর রূপক গাঙ্গুলী এই কর্মযজ্ঞে সর্বতোভাবে সহযোগিতা করে তিনি পিন্টু পোহানের পাশে থাকার আশ্বাস দেন। এমনকি তার ওয়ার্ডে এমন মহান উদ্যোগেরও ভুয়সী প্রশংসা করেন তিনি।

 

এদিন সন্ধায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলী, লেখক অতনু দে, সাংবাদিক পরিমল কর্মকার, অজয় পাল, জয় গুহ, রাজকুমার দাস, স্বপন নস্কর সহ বেশ কয়েকজন সাংবাদিক,। আর ছিলেন এলাকার বহু মহিলা-পুরুষ ও “আমরা বইপ্রেমী” ফ্যান ক্লাবের বিপুল অধিকারী সহ অন্যান্য কর্মকর্তারা। এক কথায় এই প্রয়াস ছিল প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.