নিজস্ব সংবাদদাতা ,অয়ন বাংলা .কান্দী :- জুলাই, এর শেষে মঙ্গলবার কান্দির রাজবাড়ীর বারান্দায় একটি সাহিত্যবাসর হয়ে গেল, লকডাউন মেনে বিকেল ৪ ঘটিকায়। এক অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে পড়ন্ত বিকেলে সাহিত্যের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সমগ্র অনুষ্ঠানের উদ্যোগ নেন কবিগুরু সাহিত্য পরিবারের পক্ষ থেকে সম্পাদক বিষ্ণু ঘোষ। তার হাত দিয়েই পত্রিকাটি আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রীমন্ত সরকার, শুভ্র মুখোপাধ্যায়, শৈলেন্দ্র নাথ মুখোপাধ্যায়, অমরনাথ কুণ্ডু, শঙ্কর দাস, অশোক সিদ্ধান্ত, শুভাশীষ ভট্টাচার্য, বীরেন্দ্র নারায়ণ সিংহ কৌশিক বড়াল ও দিলীপ ভট্টাচার্য। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত হিসেবে ‘ নব আনন্দে জাগো ‘ গানটি পরিবেশন করেন কবি শুভ্র মুখোপাধ্যায়। অনুষ্ঠান চলাকালীন প্রত্যেকের হাতে মানপত্র ও গলায় মেডেল পরিয়ে দেওয়া হয়।
এই সাহিত্যবাসর অনুষ্ঠান সকলেই এক অনাবিল আনন্দে আলোচনা কবিতা গানে মুখরিত করে তোলে ।