অয়ন বাংলা নিউজ,নিউজ ডেস্ক:-আবার গেরুয়াদের হামলার স্বীকার এক মাদ্রাসা পড়ুয়া । ভারতের আতঙ্ক ‘গেরুয়া পার্টি’র শিকার হলেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ মেহবুব।
গেরুয়াদের হামলায়, গুরুতর আহত দারুল উলুমের এ শিক্ষার্থীর কাছ থেকে হামলাকারীরা মোবাইল ফোন, নগদ টাকা অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৮ জুলাই) রাতে দিল্লি থেকে দেওবন্দ আসার সময় গেরুয়া পার্টির হামলার শিকার হয় আব্দুল্লাহ।
গুজরাট আহমেদাবাদের বাসিন্দা আবদুল্লাহ মেহবুব। দারুল উলূম দেওবন্দের হাদিস বিভাগের শিক্ষার্থী সে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার রাতে রাতে তিনি দিল্লি থেকে দেওবন্দ আসছিলেন। কিন্তু ট্রেন মিস হয়ে যাওয়ায় বাসে উঠেছিলেন। পথে তিনি গেরুয়া পার্টির হামলার শিকার হন। লুটপাটের পর দুর্বৃত্তরা আব্দুল্লাহকে অজ্ঞান অবস্থায় মুজফফরনগর ফেলে দেয়। গ্রামবাসী খবর দিলে পুলিশ তাকে তড়িঘড়ি সরকারি হাসপাতালে নিয়ে যায়।
খবরে আরও বলা হয়, হাসপাতালে জ্ঞান ফিরলে আব্দুল্লাহ তার নাম ছাড়া অন্য কোন তথ্যই জানাতে পারেনি। পরবর্তীতে তসে দারুল উলুম দেওবন্দের ছাত্র বলে পরিচয় দিলে দেওবন্দ থেকে ছাত্ররা তাকে দেখতে আসে।
এদিকে, জমিয়াত উলামায়ে হিন্দের কর্মকর্তারা সরকারি হাসপাতালে এসে বিস্তারিত তথ্য নিয়েছেন। পরে দারুল উলুম দেওবন্দ প্রসাশনের সঙ্গে যোগাযোগ করে গেরুয়া পার্টি সম্পর্কে অবহিত করেন।
বর্তমানে আব্দুল্লাহ মেহবুব দেওবন্দের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জনিয়েছে, বর্তমানে আব্দুল্লাহর শারীরিক অবস্থা স্বাভাবিক এবং সে ঝুঁকি বাইরে রয়েছে।