নিজস্ব সংবাদদাতা,জঙ্গিপুর:- আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট উলামাদের উপস্থিতিতে “হায়আতুল উলামা-গারবিল বাংগাল” তথা “পশ্চিমবঙ্গ উলামা পরিষদ” শীর্ষক একটি সংস্থার সূচনা ও মুল কার্যনির্বাহী কমেটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সান সিটি লজে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হন মাওলানা মুহাম্মদ ইসহাক মাদানী সাহেব।সম্পাদক হিসাবে নির্বাচিত হন মাওলানা বাদরুদ্দোজা নাদভী সাহেব।এছাড়া সহ সভাপতি হিসাবে মাওলানা ইরফানুল হক মাদানী এবং সহ সম্পাদক হিসাবে মাওলানা নাসরুল বারী ও মাওলানা আবদুল্লাহ ডালটনের নাম গৃহীত হয় সর্ব সমর্থনে।
কার্যনির্বাহী কমেটির সাধারণ সদস্য হিসাবে নির্বাচিত হন মাওলানা মানসুর হাবিবুল্লাহ, মাওলানা আব্দুর রহামান নাজমী, মাওলানা নুরুল ইসলাম ফাইজী,মাওলানা হাবিবুর রহামান সালাফী, মাওলানা জাহিরুল ইসলাম নাদিয়াবী, মাওলানা সানাউল্লাহ সালাফী,মাওলানা মিজানুর রহামান,মাওলানা আব্দুল আজীজ সালাফী, মাওলানা আব্দুল কুদ্দুস উমরী, মাওলানা আব্দুর রাকীব ফাইজী,মাওলানা খাইরুল বাশার,মাওলানা আলিমুদ্দিন উমরী, মাওলানা আব্দুল হক সলাফী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জিয়াউল হক ও মাওলানা রাফিকুল ইসলাম ফাইজী।
সভায় উলামা পরিষদের নেতৃত্বে একটি ফাতাওয়া কাউন্সিলও গঠন করা করা হয়। যার প্রধান হিসাবে মাওলানা মুহাম্মাদ ইসহাক মাদানীর নাম নির্বাচিত হয়।কাউন্সিলের পরামর্শ কমেটির সদস্য হিসাবে মনোনিত হন মাওলানা বাদরুদ্দোজা নাদভী, মাওলানা ইরফানুল হক মাদানী, মাওলানা ওবাইদুল্লাহ ক্বাসেমী সালাফি,মাওলানা আব্দুর রহামান লালমাটি, মাওলানা নাসরুল বারী সালাফী, মাওলানা জাহীর নাদভী প্রমুখ এবং ফাতাওয়ার লেখক ও মুখপাত্র হিসাবে মনোনিত হন মাওলানা আব্দুল্লাহ ডালটন। পরিশেষে সামগ্রিক বিষয়ে মতামত গ্রহন ও দুআর মাধ্যমে সভার সমাপ্তি হয়।