ওয়েব ডেস্ক: তিনি মুসলিম। সেই কারণে তাঁর থেকে খাবার গ্রহণ করেননি গ্রাহক। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন এক খাবার ডেলিভারি সংস্থার এগজিকিউটিভ। গত দু মাসে দেশে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। জবলপুরে এক গ্রাহক জোম্যাটোকে অমুসলিম কোনও ডেলিভারি বয়কে দিয়ে খাবার পাঠাতে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ ফিরিয়ে দেয় সংস্থা। এ বার হায়দরাবাদে একই ঘটনার সাক্ষী স্যুইগি।
আলিয়াবাদে অজয় কুমারের কাছে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মহম্মদ মুদাস্সির সুলেমান নামে এক যুবককে। ফলকনুমার এক রেস্তোরাঁ থেকে চিকেন-65 অর্ডার করেছিলেন অজয়। ডেলিভারি ইনস্ট্রাকশনে বলা হয়, ‘খুবই কম মশালাদার…আর দয়া করে হিন্দু ডেলিভারি পার্সনকে পাঠাবেন। তার উপর ভিত্তি করেই সব রেটিং দেওয়া হবে।’ যদিও সেই অর্ডারের খাবার ডেলিভারির জন্য পাঠানো হয় সুলেমানকে। লোকেশন জানতে তিনি অজয়কে ফোন করেন। অজয় নাম জিগগেস করে যখন জানতে পারেন যে ডেলিভারি বয় মুসলিম, তখন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। পুলিশ জানিয়েছে, অশ্রাব্য ভাষায় গালাগালির করেন অজয় এবং তিনি খাবার গ্রহণ করতে অস্বীকার করেন।
সোমবারের এই ঘটনায় প্রথমে পুলিশ অভিযোগ গ্রহণ করতে চায়নি বলে খবর। বুধবার MBT নেতা আমজাদুল্লা কুমার বিষয়টি পুলিশকে টুইট করে জানালে, ডেলিভারি বয়কে থানায় ডেকে পাঠায় পুলিশ। এরপর অভিযোগ গৃহীত হয়।
সৌজন্য:- এই সময় ডেস্ক