নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার কুশমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়কে লড়ী ও মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা মিরা লায়লা আরজুমান বয়স (30) 4.30 নাগাদ লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি পর বাড়ী উদ্দেশ্য যাচ্ছিলেন তখনই নুল্লাকুড়ি এলাকায় কুশমন্ডি থেকেই এ এই মর্মান্তিক দুর্ঘটনা হয় পাশাপাশি বাইক চালক নাজমুল হোসেন স্বামী আহত এদিন এই লড়ীটি কে আটক করছে কুশমন্ডি থানার পুলিশ কুশমন্ডি নুরুল্লাকুড় বুনিয়াদপুর গামী এক শিক্ষক ও শিক্ষিকা একটি মোটর সাইকেল যাওয়ার পথে একটি লাড়ি গাড়ির ধাক্কা খেয়ে মহিলাটি তৎক্ষণাৎ মৃত্যু হয় কিন্তু কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা এবং ছেলেটি কে হাসপাতালে ভর্তি করা হয়েছে নাজমুল হোসেন -কালিকামড়া জি পির আমলাহার গ্রামে l পরে কুশমন্ডি থানার পুলিশ গিয়ে লাড়ি গাড়িটি ও মোট সাইকেল থানায় নিয়ে আটোক করেছে