শ্রী সংঘের সামনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জীর সমর্থনে জনসভা
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালায় শ্রী সংঘের সামনে মঙ্গলবার (৬ এপ্রিল) বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় রত্না চ্যাটার্জী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন ফিরহাদ হাকিম বলেন, “৩৪ বছর বাংলার মানুষ সন্ত্রাসবাদী সিপিএম-কে দেখেছে, সেই সিপিএম-কে শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওরা এখন ল্যাংড়াচ্ছে। ওরা আর এক ল্যাংড়া কংগ্রেসকে এখন ওদের সঙ্গে নিয়েছে। দুই ল্যাংড়া ক্র্যাচ করেছে আব্বাস সিদ্দিকীর দলকে। অন্যদিকে রয়েছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি…..।” ফিরহাদ হাকিম তার ভাষণে সংযুক্ত মোর্চা ও বিজেপি-কে নানা কটূক্তি ছুঁড়ে দেন। তিনি আরও বলেন, “আপনারা বাংলাকে যদি গুজরাট হতে না দিতে চান, তাহলে তৃণমূলকে ভোট দিন।”
এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জী বলেন, “করোনা-র চেয়েও বড় ভাইরাস বিজেপি। কারণ করোনা-কে মাস্ক-স্যানিটাইজার দিয়ে রোখা সম্ভব কিন্তু বিজেপি একবার বাংলায় ঢুকলে অশ্লীল কথা থেকে শুরু করে মিথ্যা প্রতিশ্রুতির এই দলটা এখানে রাজ করবে…….” তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন কাকে ভোট দেবেন ? তাই তৃণমূলকেই আপনার ভোটটা দিন।”