চিটফান্ড প্রতারণা মামলায় পিনকনের কর্ণধার ও তার স্ত্রী সহ মোট ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড
পরিমল কর্মকার ,অয়ন বাংলা .(কলকাতা) : শনিবার (৩ সেপ্টেম্বর) চিটফান্ড প্রতারণা মামলায় পিনকন চিটফান্ডের মালিক মনোরঞ্জন রায় ও তার স্ত্রী মৌসুমী রায় সহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা আদায়ের রায় ঘোষণা করল মেদিনীপুরের তমলুক আদালত।
প্রসঙ্গত: পিনকন চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন লক্ষ লক্ষ আমানতকারী। তাদের মধ্যে বেশ কিছু আমানতকারী ২০১৭ সালে মেদিনীপুরের খেজুরি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই বছরই ৪ নভেম্বর রাজস্থান থেকে গ্রেফতার করা হয় পিনকনের মালিক মানোরঞ্জন রায় ও তার স্ত্রী মৌসুমী রায় সহ মোট ২০ জনকে। তার মধ্যে ১০ জনকে বেকসুর খালাস দেয় আদালত। বিচার চলাকালীন ২ জনের মৃত্যুও হয়। বিচার চলাকালীন সময়ে মৌসুমী রায় জামিনও পেয়েছিলেন। তবে শেষ রক্ষা হলোনা। শনিবার সেই মামলারই সাজা ঘোষণা করল তমলুক জেলা দায়রা আদালত।
সাজা প্রাপ্ত ১০ জনের মধ্যে ইতিপূর্বেই ২ জনের মৃত্যু ঘটে। ফলে ৮ জনের বিচার প্রক্রিয়া চলছিল। তবে মনোরঞ্জন রায় ও তার স্ত্রী মৌসুমী রায় অসুস্থ থাকার কারণে তারা আদালতে হাজিরা দিতে পারছিলেন না। যারফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই তাদের সাজার নির্দেশ জানানো হয়।
উল্লেখ্য, রায়দানের দিন (শনিবার) সমস্ত মেডিক্যাল সাপোর্ট নিয়েই মনোরঞ্জন রায় ও তার স্ত্রী মৌসুমী রায়কে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক (৩) মৌ চট্টোপাধ্যায়। বিচারক তার নির্দেশে বলেন, “পিনকণ” বাজার থেকে মোট ৮৬৪ কোটি টাকা তুলেছে। তার মধ্যে তাদের সম্পত্তি বিক্রি করে মোট ৪৪ কোটি টাকা ১৫ হাজার আমানতকারীকে ফেরৎ দেওয়া হবে।