এক তরুণ পরিচালকের ত্রকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি “শেষ দেখা” আগামী ২১ শে জানুয়ারী ধুম মিউজিক বাংলা টিভি চ্যানেলে

Spread the love

নিজস্ব সংবাদদাতা :-শেষ দেখা ত্রকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি৷ মেরেকেটে ৯ থেকে ১০ মিনিটের ছবি৷ তৈরী করেছেন কৃষ্ণনগর (মুড়াগাছা ) ত্রক তরুণ পরিচালক রাহুল বৈরাগ্য ৷

Ramdhanu Picture Present “শেষ দেখা” ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ত্রই বৃহস্পতিবার 21 শে জানুয়ারী ধুম মিউজিক বাংলা টিভি চ্যানেলে ৷ সময় ঠিক রাত ৮ টা ৷

গত তিনবছরের সম্পর্ক মেঘলা ও ঈশানের ৷ মধ্যবিও ঘরের ছেলে ঈশান কোনো কাজ না পাওয়ায় ও মেঘলার বয়স ২৩ বছর হয়ে যাওয়ায় তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় ৷ মেঘলার বিয়ের ঠিক হয় অন্য ছেলের সাথে …৷ দু জন দুজনের বাড়িতে অনেক বুঝিয়েও কিছু সুরাহা করতে পারে না ৷
মেঘলার সরকারি চাকরি পাওয়া ছেলের সাথে বিয়ের ঠিক হয়ে যায়…বিয়ের আগের দিন রাত্রে মেঘলার ডাইরি লেখার ঘটনাকে কেন্দ্র করেই ছবির প্রেক্ষাপট ত্রগিয়েছে ৷

বাকিটা দেখার জন্য চোখ রাখুন Dhoom Music Bangla TV channel এ ঠিক রাত 8টায়।

ছবির শ্যুটিং হয়েছে কৃষ্ণনগর শহরের আশেপাশেই ৷ ৬ থেকে ৮ জনের ত্রকটা টিম হয়ে কাজ করা ৷ ত্রই প্রথম মুড়াগাছা গ্রামে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হলো ৷ ছবি তৈরীর ত্রকটা প্রবণতা বাড়ছে গ্রামেও ৷ তাও আবার নতুন প্রজন্মের হাত ধরে !

ঈশানের চরিত্রে প্রীতম ঘোষ ও মেঘলার চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চক্রবর্তী। গল্পে কন্ঠও দিয়েছেন অনন্যা ৷ সৌরভ কর্মকারের গল্প অবলম্বনে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের ছবি। Cinematography করেছেন সৌরভ মজুমদার ৷ রাহুলের পরিচালনায় ত্রটাই প্রথম শর্ট স্টোরি ফিল্ম ৷ প্রযোজনায় Ramdhanu Picture ৷৷

কে বলতে পারে ঈশান – মেঘলার ,মতো আমাদেরও মাঝে মাঝে দেখা পেয়ে চিরদিন না  পাওয়ার আক্ষেপ ঝরে পড়বে না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.