নিজস্ব সংবাদদাতা:- ভোটার সংশোধন করতে নাজেহাল ভোটদাতা জয়পুর ব্লকের ঘটনা। সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মতো করে চলছে ভোটার আধিকারিকরা, সমস্ত উপযুক্ত দস্তাবেজ থাকা সত্যেও হেনস্তার স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ, এমনি অভিযোগ করলেন জগন্নাথপুর অঞ্চলের বাসিন্দা আব্দুল গনি ভাঙ্গী তিনি সমস্ত দস্তাবেজ সঙ্গে নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে তার হেনস্তার কথা বলেন। যদিও ব্লক নাজেহালের বিষটি সুচতুর ভাবে এড়িয়ে গেছেন, কি কি দস্তাবেজ প্রয়োজন তার তালিকা সঠিক ভাবে জানেন না ঐ ব্লক আধিকারিক। তবে তিনি খোঁজ নিয়ে সম্পুর্ন ঘটনার কথা জানাবেন বলেও জানান, কোন আধিকারিক নিযুক্ত ছিলেন ঐ ভোটার যাচাই পক্রিয়ায় তা খতিয়ে দেখবেন । বেশীর ভাগ সাধারণ মানুষের অভিযোগ তাদের কাছে উপযুক্ত কাগজ থাকা সত্যেও তাদেরকে ফাস্ট কোর্ট এভিডেবিট চাইছেন। আধার কার্ড সম্পুর্ন রুপে অগ্রাহ্য করছেন খোদ পশ্চিমবঙ্গের ভোটার আধিকারিক যেখানে মুখ্যমন্ত্রী নিজে আধার নিয়ে মন্তব্য করেছেন ।
শেষ পর্যন্ত সমস্ত দস্তাবেজ দেখে ও বয়ান শুনে ব্লক আধিকারিক আশ্বস্ত করেছেন যে এর পর তিনি নিজে সমস্ত বিষয়টি দেখবেন ও কাজে নিযুক্ত সকলকে সচেতন করবেন।