ABN NEWS এর খবরের জের দঃদিনাজপুরের নীল কন্ঠ অনাথ আশ্রমের শিশুদের খাবারের ব্যাবস্থা হল
দিলদার আলী ,অয়ন বাংলা,কুশমুন্ডি,দঃদিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নং উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত অধীনে মস্তাইল এলাকায় নীল কন্ঠ স্বর্গীয় অনাথ আশ্রম অবস্তিত । লকডাউন চলার সময়ে নীল কন্ঠ স্বর্গীয় অনাথ আশ্রমের ৩১ টি শিশু না খেতে পেয়ে কষ্টের মধ্য দিন কাটাচ্ছিলেন গত দুই দিন আগে এই অনাথ শিশু দের বেহাল দশা কথা খবরে মাধ্যামে প্রকাশ করেছিলাম আমরাই । তাই অনাথ শিশু দের পাশে সাহায্য হাত বাড়ালেন এবং আশ্রমের অনাথ শিশুদের থাকার ঘর পরিদর্শন করলেন কুশমন্ডি ব্লক প্রশাসন ও গঙ্গরামপুর মহকুমা এস ডিপিও দীপ কুমার দাস এদিন এই নীল কন্ঠ স্বর্গীয় অনাথ আশ্রমের শিশু দের মুড়ি, চাল , গুড় , মশুর ডাল , ডিম,তেল সোয়াবিন এবং বিস্কুট তুলে দেন গঙ্গারামপুর মহকুমা এস ডি পি ও দীপ কুমার দাস। এছাড়াও এদিন উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী , কুশমন্ডি থানার আই সি মানবেন্দ্রনাথ সাহা, রেজা জাহির আব্বাস , প্রদীপ কুমার সিং সহ আরো অনেকেই। এদিন আশ্রম কর্তপক্ষ ব্লক প্রসাসনের সাহায্য পেয়ে ধন্যবাদ জানান ,পাশাপাশি সংবাদ মাধ্যম প্রতিনিধি ও অয়ন বাংলাকে (ABN) ধন্যবাদ জানিয়েছেন নীল কন্ঠ স্বর্গীয় অনাথ আশ্রমের কর্তৃপক্ষ । এই বিষয়ে নীল কন্ঠ স্বর্গীয় অনাথ আশ্রমে সহ শিক্ষক নীরাঞ্জন রায় জানান গত দুদিন পর্যাপ্ত খাবার ছিল না সংবাদ মাধ্যমে খবর হওয়া পরে চারিদিকে সোহযগিতা হাত বাড়াচ্ছেন বলে জনালেন আশ্রমের সহ শিক্ষক নীরাঞ্জন রায় ।
এই প্রসঙ্গে এক অনাথ শিশু চিওরঞ্জন বাসকে বলেন আজ ব্লক প্রশাসন থেকে খাওয়ার সামুগ্ৰী দিলেন আমরা তাদের ধন্যবাদ জানাই। এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা এস ডিপিও দীপ কুমার দাস বলেন এই আশ্রমের আনাথ শিশু দের কিছু মাক্স দেওয়া হয়ে পাশাপাশি চাল,মশুর ডাল ,মুড়ি , ডিম , আলু তেল গুড় সোয়বিন তুলে দিলাম আশ্রম কতৃপক্ষ কে আগামী দিনে আশ্রমের পাশে থাকবো বলে জানালেন।
এছাও অশ্রমে অনাথ শিশু কবিতা শোনালেন কুশমন্ডি ব্লক প্রশাসন ও এসডিপিও কে।।
আমাদের অয়ন বাংলা নিউজের পক্ষ থেকে স্থানীয় পুলিশ প্রশাসন কে অসংখ্যা ধন্যবাদ জানায় ।