“আমরা জেলে যেতে ভয় পায় না, নেতাজি ও জেলে গিয়েছিলেন” – বর্ধমানের ABVP ছাত্রনেতা সম্রাট সাম
এস.কে.এম মিজানুর রহমান, অয়ন বাংলা, বর্ধমান; লোকসভা ভোটের প্রেক্ষাপটে বাংলার রাজনৈতিক অস্থিরতা যখন তুঙ্গে, সেই পরিস্থিতিতেই গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ব্যস্ত সকল ভারতীয়কে একটি নূন্যতম ভোটের গুরুত্ব বুঝিয়ে ১০০ শতাংশ ভোটদান নিশ্চিত করাতে এবং সমৃদ্ধ ভারত নির্মানের উদ্দেশ্যে এক ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী সরকার গঠনের লক্ষ্যে।
গলসীবাসী বর্ধমানের ABVP নেতা সম্রাট সাম সংবাদ মাধ্যমকে নিজের উপর তৃণমূল কংগ্রেসের হামলার বর্ণনা দিয়ে বলেন- “শাসকদল ক্ষমতার জোর দেখিয়ে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন ABVP কে আটকাতে চাইছে। সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে TMCP এর দূর্নীতিপরায়ন ভর্তি প্রক্রিয়া, তোলাবাজি, ছাত্রীদের অসুরক্ষা ও রাজনৈতিক সন্ত্রাসে অস্থির হয়ে ছাত্রছাত্রীরা বিকল্প হিসেবে ABVP কে চয়ন করছে যা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভয়ের এক বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ওই রোষের কারণেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ABVP কার্যকর্তাদের উপর মিথ্যা কেস দিয়ে জেলে আটকে রাখা, মারধর করা, খুনের হুমকি দেওয়া এক অতিমাত্রার স্বাভাবিক ঘটনায় রূপান্তরিত হয়েছে।” তিনি আরোও বলেন- “ইংরেজদের ন্যায় দমননীতির কৌশল প্রয়োগে মমতা ব্যানার্জী জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনকে স্তিমিত করতে পারবে না। জেলে যেতে ABVP ভয় পায় না, কারণ মহান বিপ্লবী ভগৎ সিং ও জেলে গিয়েছিলেন আর নেতাজি সুভাষ চন্দ্র বোস ও।”
তিনি অভিমত প্রকাশ করেন- “অচির ভবিষ্যতেই বাংলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক সন্ত্রাসমুক্ত এবং উন্নত ও সুষ্ঠ সাংস্কৃতিক শিক্ষা প্রাঙ্গন গড়ে তুলবো আমরা।”
সর্বোপরি রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে বেছে নিচ্ছে হার্মাদের রাস্তা।