অয়ন বাংলা, উত্তর দিনাজপুর : স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশু নাম কমল সিং (৫) ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ভবানীপুর এলাকায়। বালুরঘাট রাজ্য সড়কের উপর দিয়ে একটি বালিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করে চালক পলাতক ঘটনায় জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠিয়েছে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।