দুর্ঘটনা রুখতে সন্দেশখালি সিভিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচার
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি এলাকায় প্রতিটি যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের সচেতন করতে এবং সেফ ড্রাইভ, সেভ লাইফ সামনে রেখে একটি বর্ণাঢ্য পদযাত্ৰার আয়োজন করে সন্দেশখালি থানার সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশরা।
প্রতিদিন যেকোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে এবং বিনা হেলমেট নিয়ে বাইক চালালে বা সিট বেল্ট ছাড়াই গাড়ি চালালে দুর্ঘটনা ঘটলে তার কি করুন পরিণতি হতে পারে তা তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে। সন্দেশখালি সিভিক পুলিশ গার্ডের পক্ষ থেকে বাইক চালানোর সময় প্রত্যেকে হেলমেট ব্যবহার করে এবং ৪০ কিলোমিটারের নিচে গাড়ি চালানোর বার্তা দেন।
স্থানীয় রামপুর প্রমোদ দাশগুপ্ত হাই স্কুলের ছেলে মেয়েরা এই পদযাত্ৰায় অংশ গ্রহন করেন।
প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে ট্রাফিক বিধির বিভিন্ন শ্লোগান তুলে ধরেন এবং প্রচার শেষে প্রত্যেককে মিষ্টি বিতরণ করা হয় বেড়মজুর ২নং গ্রাম পঞ্চায়েতের সিভিক পুলিশদের পক্ষ থেকে। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে অংশ গ্রহন করেন সন্দেশখালি থানার ওসি দেবদুলাল মন্ডল, মেজবাবু অরিন্দম হালদার, এসআই সোমনাথ বাবু, ভিলেজ পুলিশ শেখ মোজাফ্ফর, রহিম, রাকিব, ভাস্কর, আব্দুল খালেক, মাসুদ সহ সমস্ত সিভিক পুলিশ।