সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস অভিনেত্রী ঝুমা ঘোষের
পরিমল কর্মকার (কলকাতা) : রবিবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। একক প্রয়াসে এই অনুষ্ঠানের আয়োজন করেন ছোট পর্দার অভিনেত্রী ঝুমা ঘোষ। এদিন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়াব পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
প্রসঙ্গত: লকডাউন শুরুর প্রথম পর্যায় থেকেই প্রায় প্রতি রবিবারই নিয়ম করে খাদ্য সামগ্রী বিতরণ করে আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝুমা দেবী। এদিনও বিভিন্ন মানুষকে খাদ্য সামগ্রী ও মাস্ক, গ্লাভস ইত্যাদি বিতরণ করার পাশাপাশি সাংবাদিকদের বরণ করে তাদের সংবর্ধনা জানালেন তিনি।
এক সাক্ষাৎকারে ঝুমা ঘোষ বলেন, করোনা মোকাবিলায় দীর্ঘদিন টানা লকডাউনের জেরে জনজীবন বিপর্যস্ত। সমাজের অধিকাংশ মানুষই এখন অর্থনৈতিক সংকটের সম্মুখীন। এই পরিস্থিতিতে সামান্য কিছু খাদ্য সামগ্রী সহযোগিতা করে তিনি বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন মাত্র। এইসঙ্গেই তিনি বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। এই পরিস্থিতিতে পুলিশ, ডাক্তার, নার্সদের মতো সংবাদমাধ্যমের সাংবাদিকেরাও ফ্রন্টফুটে থেকে লড়াই করছে। প্রতিনিয়ত:ই তারা করোনা’র খবরাখবর মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে, তাতে সাংবাদিকদের স্যালুট জানাই।” পাশাপাশি তিনি সাংবাদিকদের যে কোনও বিপদ আপদে পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন।
ঝুমা দেবী বলেন, দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন তিনি। সেখানে কোনও বিপর্যয় কিংবা বিপদ আপদ হলে প্রতিবেশী মানুষেরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু এখানকার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এখানে বিপদে আপদে পাশে দাঁড়ানোর মানুষের সংখ্যাটা খুবই কম। তাই পেশায় তিনি অভিনেত্রী হলেও, পাশাপাশি সেবাকর্ম চালিয়ে যেতে চান বলে জানান তিনি।
এদিন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদিকেরা সকলেই ঝুমা দেবীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।