নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-জনসঙ্ঘ বিজেপি মানেই বাজপেয়ীর নাম আগেই চলে আস বে। আসে প্রচারে বাজপেয়ীর নাম ।এই নিয়ে প্রত্যেক প্রচারে নীতি আদর্শের কথা বলেছেন, তিনি নাকি মোদিকে দল থেকে বহিস্কার করতে চেয়েছিলেন। এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিন্হা।
২০০২ সালে গোধরা কাণ্ডের পর মোদির উপর ভীষণভাবে রুষ্ট ছিলেন তিনি। মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। এতোটাই রেগে গিয়েছিলেন বাজপেয়ী যে মোদিকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মোদি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাঁকে বহিষ্কার করা হবে বলে তিনি।সেসময় মোদির ত্রাতার ভূমিকা নিয়েছিলেন এল কে আদবানী। মোদিকে দল থেকে বহিষ্কার করলে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন বলে বাজপেয়ীকে হুমকি দিয়েছিলেন আদবানী। তারপরেই সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি।
এক সময় যাঁর জন্য মোদি দলে রয়ে গিয়েছিলেন সেই এল কে আদবানীকেই কোনঠাসা করে রেখেছেন মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির জয়ের পুরো কৃতিত্বই তিনি অমিত শাহ এবং নিজের বলে দাবি করেছেন। কোনও রকম বড় পদ দেওয়া তো দূরের কথা আদবানীকে ২০১৯ সালের লোকসভা ভোটের টিকিট পর্যন্ত দেননি তারা। রাজনীতির এ কেমন পরিহাষ, এ যে বেঈমানদের সর্দার,মীরজাফর কেও হার মানাবে।