কান্দীর বিভিন্ন এলাকা প্রচারে কাঁপালেন বহরমপুরের রবীনহুড অধীর চৌধুরী

Spread the love

কান্দীর বিভিন্ন এলাকা প্রচারে কাঁপালেন বহরমপুরের রবীনহুড অধীর চৌধুরী

জৈদুল সেখ ,অয়ন বাংলা,
কান্দী, মুর্শিদাবাদ :-
একাদা মুর্শিদাবাদের রবীনহুড নামে খ্যাত অধীর রঞ্জন চৌধুরীর কান্দী থানার অন্তর্গত জীবন্তি থেকে গোকর্ণ,মহলন্দীসহ বিভিন্ন অঞ্চল প্রচার করেন হুড খোলা গাড়ির সঙ্গে বাইক রালী নিয়ে। জীবন্তিতে একটি পথ সভায় বলেন কান্দীতে লুটে খাওয়া কিছু চামচা গ্রাম পঞ্চায়েত ভোট করতে দেয়নি, আপনার আজকে প্রতিশ্রুতি দিচ্ছি তাদের চাকরি থাকবে না, কারণ লোকসভা হওয়ার পর আমাদের প্রথম আন্দোলন শুরু হবে পঞ্চায়েত ফেরানোর দাবিতে।
জনসভা ঘিরে সাধারণত মানুষের ভিড় নজরকাঁড়া এছাড়া কংগ্রেসে যোগদান করেন প্রায় ২৫০ জনের বেশি তৃনমুল কংগ্রেসের নেতা কর্মী।এদিন তৃনমুল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তৃনমুলের যুব সভাপতি রবিউল আলম এছাড়া পার্শ্ববর্তী গ্রাম জিয়াখর্দ্দ থেকে যোগদান করেন মুমতাজুল সেখ সহ ১৫০ জন সাধারণ কর্মী।

 

কর্মীদের মনোবল বাড়াতে অধীর চৌধুরী মহলন্দী -১ ও ২ এবং কুমারষণ্ড গ্রামপঞ্চায়েতে সভা করে।তবে সভামঞ্চে দেখা গেল কান্দীর বাম নেতৃত্বের বেশ কয়েক জনকে।অধীর চৌধুরীর মঞ্চে দেখা গেলো মহলন্দী গ্রাম পঞ্চায়েতের এল সি এস শিশির বাগকে এছাড়াও কান্দী থানার বাম নেতা শান্তনু রায়কে তাঁরা প্রকাশ্যে সমস্ত বাম সমর্থকদের অধীর চৌধুরীকে ভোট দেওয়ার কথা বলেন।

সন্ধ্যে বেলায় মহলন্দী বাজারডাঙ্গায় কংগ্রেসের জনসভায় সাধারণ মানুষের উপচে পড়া ভীড়।
আগামীতে কি হবে মানুষের রায়ে সেটা বোঝা যাবে।তবে অধীর চৌধুরী আশাবাদী মানুষ আবার তাঁকে সাংসদ হিসেবে মনোনীত করবেন।

www.ayanbanglanewes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.