নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা :- গোটা বাংলায় আজ চিকিৎসা ব্যাবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে ,সিনিয়ার ডাক্তার জুনিয়ার ডাক্তার সকলেই আন্দোলনে ,বাড়ছে রোগী মৃত্যুর হার ।এই রকম এক অবস্থায় অধীর চৌধুরী চিঠি দিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে আর মুখ্যমন্ত্রী মমতাকে এই অচলাবস্থা কাটানোর আর্জি জানালেন । কিন্তু মমতার এই অবস্থান মেনে নিতে পারছেন না কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
অধীর বাবু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে বলেন “মুখ্যমন্ত্রী, আপনি এখন ধমকানি আর চমকানি দিয়ে ডাক্তারদের কাজে যোগদান করতে বলছেন! সারা বাংলায় চিকিৎসা পরিষেবা কয়েকদিন ধরে সম্পূর্ণ অচল, কুম্ভকর্ণের ঘুম ভাঙলো আপনার, ডাক্তার আর সাধারণ মানুষের মধ্যে সংঘাত তৈরি করতে আপনি উস্কানি শুরু করলেন ― খুবই দুর্ভাগ্যের। সম্মান জানিয়ে ডাক্তারদের আলোচনায় ডাকুন। তাঁরা আপনার পার্টির পঞ্চায়েত মেম্বার নয়। রোগী ও ডাক্তারের মধ্যে সেবা দেওয়া আর সেবা নেওয়ার সম্পর্ক থাকা দরকার। ‘দিদি’র ‘চোখ রাঙানি’ সমস্যা আরও জটিল করবে, আলোচনা আলোচনা আর শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের রাস্তা বের করতে হবে।”