অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজোর দিন রঞ্জন গগৈ কে আমন্ত্রণ জানানোর দাবি তুললেন অধীর চৌধুরীর

Spread the love

ওয়েব ডেস্ক:-  আগামী ৫ই অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য মহাসমারোহে ভূমি পূজোর আয়োজন করতে চলেছে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। এবার এই অনুষ্ঠানেই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আমন্ত্রণ জানানোর দাবি তুললেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

এদিকে বর্তমানে, রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ের সভাপতিত্বেই সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ গত বছরের ৯ই নভেম্বর বিতর্কিত অযোধ্যা মামলায় রাম মন্দিরের পক্ষে রায় দেয়। অধীরের কথায় রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে রঞ্জন গগৈয়ের অবদানের কথা মাথায় রেখে ভূমি পূজোতে তাকে আমন্ত্রণ জানানো না হলে এটি তার প্রতি অবিচার হবে।

এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর প্রশ্ন, ” ভূমি পূজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। করোনার কারণে এই অনুষ্ঠানে আরও বেশি লোক উপস্থিত থাকতে পারছেন না। সকলকে আমন্ত্রণ জানানো কঠিন। তবে ক্ষমতাসীন দলের নেতারা আসবেন বলে শোনা যাচ্ছে। রাম-জন্মভূমি আন্দোলনের লোকজন আমন্ত্রিত হবেন, তাহলে কেন রঞ্জন গগৈ নয়!”

এদিকে ইতিমধ্যেই ৫ই অগাস্টে ভূমি পুজোর জন্য জোরকদমে প্রস্তুতি চলছে অযোধ্যায়। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুজোর পরে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানান মন্দিরের ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস। যদিও এমতাবস্থায় অধীরের আবেদনকে শাসকদলের প্রতি রাজনৈতিক খোঁচা হিসাবেও দেখছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

এদিকে বিতর্ক অযোধ্যা মামলা নিয়ে প্রায় দুই দশকের বেশি সময় ধরে মামলা চলে সুপ্রিম কোর্টে। একটানা প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৯ই নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বিশেষ সাংবিধানিক বেঞ্চ এদিনের রায়ে জানায় অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি পাবে হিন্দু পক্ষ। যেখানে এরপর রাম মন্দির তৈরির পক্ষে আর কোনও বাধা থাকবে না বলেও জানায় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.