কেন্দ্রীয় বাহিনীকে বুথের ভিতর না রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ অধীর চৌধুরীর
নিউজ ডেস্ক :- প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করে বললেন যদি বুথে কেন্দ্রীয় বাহিনী না রাখা হয় তাহলে আর লাভ কি আছে। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী তো এখানে ঘুরে বেড়াতে আসেনি বুধ পাহারা দিতে এসেছেন। তিনি আরো বলেন নির্বাচনে পুলিশ অবজারভার যাকে করা হয় সে অবশ্যই বাইরের রাজ্যের থেকে করা হয়। এখানকার কোন পুলিশ অবজারভার আমাদের কাছে এতোটুকু বিশ্বাস অর্জন করতে পারবেনা, বললেন অধীর। তিনি এ বিষয়ে বলেন আইন বলছে যে রাজ্যে নির্বাচন হয় সেই রাজ্য থেকে কখনোই পুলিশ অবজারভার হয় না। বাইরের রাজ্য থেকে নিতে হয়। রাজ্যের পুলিশ অফিসার রাজ্যের দায়িত্ব নিতে পারেনা। অধীর বলেন পঞ্চায়েত নির্বাচনকে প্রহসন করার সব রকম চেষ্টা চলছে তাই কেন্দ্রীয় বাহিনীকে বুথে দিয়া চলবে না অধীরের জিজ্ঞাসা কেন্দ্রীয় বাহিনী কিসের জন্য এসেছে । তারা খাওয়া দাওয়া করবে আর বাংলা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে? প্রশ্ন অধীরে র। তিনি আবার প্রশ্ন রাখেন কিসের জন্য কেন্দ্রীয় বাহিনী আনা হলো ঘুরে বেড়াবার জন্য না বুথ পাহাড়ার জন্য। দিনহাটায় কংগ্রেস কর্মীর বাড়িতে ভাঙচুর বোমাবাজি এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলা জুড়ে সন্ত্রাস ছাড়া আর কিছু নেই। স্বাভাবিকভাবে এই বাংলাকে সন্ত্রাসমুক্ত করার জন্য মানুষের আন্দোলন সংগ্রাম জারি আছে। তৃণমূল পার্টি তারা সাধারণ মানুষের সমালোচনার ধার ধারেন না, মানুষের দুঃখ কষ্ট অধিকার তাদের স্পর্শ করে না ।তারা জানে যে সন্ত্রাস না করলে পারে তাদের অস্তিত্ব শেষ। তাই সন্ত্রাস করার মাধ্যমে তৃণমূল পার্টি, তার রাজনৈতিক অধিকার রক্ষা করার চেষ্টা চালাচ্ছে বললেন অধীর। গতকালের পর আবার ৫ জুলাই শাওনি ঘোষ কে সিডি ডাকলো এই ব্যাপারে জিজ্ঞাস করলে অনির বলেন বেশ করেছে, ইডি না ডাকার কি আছে? তিনি বলেন আদালতে নির্দেশে তদন্ত হচ্ছে যাকে ইচ্ছা ডাকতে পারে, কিন্তু তিনি বলেন আমার বক্তব্য এই তদন্তের গতি বড় মন্থর। এই তদন্ত কোথায় কবে শেষ হবে সেটা আমাদের কাছে অনিশ্চিত, কারণ দিদি এর মধ্যে অনেকটা ম্যানেজ করছে। এ বছরও দিদি মোদিকে হিমসাগর, ল্যাংড়া আম পাঠিয়ে ম্যানেজ করেছে। তাই ছুট দের ডাকাডাকি হবে হাকাহাকি হবে জিজ্ঞাসাবাদ চলবে কিন্তু রুই কাতলা দের ছোঁয়া হবে না।