মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে বিক্রি সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী।
অধীর চৌধুরীর হাইকোর্টের মামলা মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে বিক্রি,বিষয়ে সিবিআই তদন্তের সম্ভাবনা
রক্তিম সিদ্ধান্ত ,বহরমপুর :- হাইকোর্টের রায় ঘোষণা হয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান এই সংস্থা কে 47 শতাংশ শেয়ার বিক্রি করে দেয়া হয়েছে 85 কোটি টাকায় একটি বেসরকারি সংস্থাকে তার প্রশ্ন কেন এই লাভজনক সংস্থাকে বিক্রি করা হলো এবং সেটি আবার সিঙ্গাপুরের একটি সংস্থাকে 135 কোটি টাকায় বিক্রি করা হয়েছে যেখানে গ্রামগঞ্জে দগ্ধ চাষীদের অবস্থা খুবই খারাপ সেখানে এইভাবে রাজ্য সরকার বেসরকারি হাতে একটি লাভজনক সংস্থাকে বিক্রি করে দিচ্ছে মেট্রো ডিয়ারি ভালোই তাদের চলছিল তিনি কোনো ব্যক্তিগত আক্রমণ না করে বলেন যেখানে দুগ্ধ চাষিরা সামান্য টাকার বিনিময় দুধ বিক্রি করেন এবং বড় বড় শহরগুলোতে 45 থেকে 50 টাকা লিটার দরে বিক্রি হয় কার মতে রাজ্য সরকার এই কাজ করল সেটা রাজ্য সরকারকে জবাব দিতে হবে।
ডেউচা পাচামি সোনালী স্বপ্ন দেখানো হচ্ছে বেকার যুবক-যুবতীদের ডেউচা পাচামি পরীক্ষা-নিরীক্ষা যেখানেই করেছেন সেখানে সঠিক ফল পাননি তাই মমতা ব্যানার্জির সরকার লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে চাকরির কথা বললেও কিভাবে চাকরি হবে সেটাই এখন দেখার বিষয় এছাড়াও তিনি করেছিলেন যেখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট উপস্থিত হয়েছিলেন কোটি কোটি টাকা খরচ করে আলোকসজ্জা খাওয়া-দাওয়া থেকে সমস্ত কিছুই হয়েছিল এছাড়াও লক্ষ্য হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু এখনও তা কোন কিছুই হয়নি বলে তিনি জানালেন।