অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- অধীর চৌধুরীর দিল্লিতে গুরুত্ব কি বাড়ছে । প্রণব প্রিয় এর পর আবার কোন বাঙালী দিল্লিতে গুরত্ব পাচ্ছে।
কঠিন পরিস্থিতির মধ্যেও এ বার বহরমপুর লোকসভা আসন কংগ্রেসের দখলে রেখেছেন তিনি। পাঁচ বছর আগে গোটা দেশে কংগ্রেস যখন ৪৪ আসনে নেমে গিয়েছে, তখনও সাড়ে তিন লক্ষ ভোটে তিনি জিতেছিলেন। এই লড়াইয়ের ‘স্বীকৃতি’ হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে এ বার সংসদে সর্বদল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিলেন সনিয়া গাঁধী। সংসদে আজ, রবিবার সকালে ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর,পাশাপাশা কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন অধীর চৌধুরী।
প্রিয়রঞ্জন দাশমুন্সির অসুস্থতা এবং প্রণব মুখোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার পরে কংগ্রেসের সর্বভারতীয় স্তরে বাঙালি নেতাদের আর প্রতিনিধিত্ব নেই। অধীরবাবুর হাত ধরে দলের জাতীয় স্তরে ফের কিছুটা জায়গা ফিরে পেতে চাইছে বাংলার কংগ্রেস। পাঁচ বারের সাংসদ অধীরবাবুকে লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক করা হোক, এমন দাবিও উঠেছে দলের অন্দরে। কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সনিয়ার নির্দেশে আজ সর্বদলে অধীরবাবুর পাশাপাশিই দলের প্রতিনিধিত্ব করার কথা কেরলের ৭ বারের সাংসদ কোডিকুন্নিল সুরেশের। এ বার নিয়ে পরপর তিন বার সুরেশ জয়ী হয়েছেন মাভেলিক্কারা কেন্দ্র থেকে।
এখন দেখা যাক দিল্লির রাজনীতিতে বাংলার রবিন হুড কতটা গুরত্ব পায় সেটাই দেখার।