ওয়েবডেস্ক: ত্রিপাঠি পর্ব সমাপ্ত হতেই রাজ্যের নয়া রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে অগ্নিগর্ভ বঙ্গ রাজনীতি। কখনও আক্রমণ তো কখনও সৌজন্য, দোহে মিলে ঠোকাঠুকি চূড়ান্ত পর্যায়ে। এমনই সময়ে এবার রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সুম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদ্যোজাত সন্তানকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল ধনকড় সেই ইস্যুতেই তাঁ আক্রমণ শানিয়ে অধীর বলেন, ‘রাজ্যপাল কখনও নিজের চেয়ারের ক্ষমতা জাহির করছেন তো কখনও আবার রাজ্য সরকারের কাছে আত্মসমর্পণ করছেন। রাজ্যপালের মতো একজন প্রশাসনিক প্রধানের এমন ফ্লিপ ফ্লপ মানায় না। রাজ্যপালের পদটা সাংবিধানিক হওয়ার পাশাপাশি অলংকারিকও। ফলে সরকারের সঙ্গে সমঝোতা ও সামঞ্জস্যতা তাঁর বজায় রেখে চলা উচিত। রাজ্য সরকারের সঙ্গে অকারন সংঘাতে যাওয়া তার উচিত নয়।’
রাজ্যপালের পাশাপাশি তৃণমূলকেও এদিন একহাত নিতে ছাড়েননি অধীর। রাজ্যপালের উদ্দেশ্য এতদিন তৃণমূলের নেতারা যে ধরনের শব্দ প্রয়োগ করছেন তা শোভনীয় নয়। রাজ্যপালকে উদ্দেশ্য করে যা খুদি তাই বলা হচ্ছে। এই ধরনের মন্তব্যে রাজ্যের সম্মান ও মর্যাদা নষ্ট হচ্ছে বলে দাবি তাঁর।
সৌজন্য:- মহানগর