নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- এনআরসি’র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষেরও বেশি। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর জবাব,‘আমার বাবা বাংলাদেশি ছিলেন, আমাকেও বের করে দিন’। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, ‘দিল্লিতেও এনআরসি করা হবে।’ এরপরই অধীর চৌধুরীর দাবি, ধর্ম নিরপেক্ষ পদ্ধতিতে এনআরসি করা হবে।
এদিন এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,“অসমে নাগরিকপঞ্জির বিষয়টিকে ঠিকভাবে দেখাশোনা করতে কেন্দ্র ব্যর্থ।” এদিন সকালে ১০,জনপথ রোডে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসেন। যেখানে মূল বিষয় ছিল এনআরসি। সেখান থেকে বেড়িয়েই তিনি এই মন্তব্য করেছেন।
এবিষয়ে তিনি আরও বলেন, “এই দেশটা তো ওদেরই। যেখানে ওদের ইচ্ছা সেখানেই এনআরসি করুক। অসমে নাগরিকপঞ্জির ইস্যুটি নিয়ে কেন্দ্র ব্যর্থ। ওঁদের অন্য রাজ্যেও যাওয়া উচিত। সংসদেও এনআরসি করা উচিত। আমিও বহিরাগত। আমার বাবাও বাংলাদেশে থাকতেন।”
শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। এছাড়াও ছিলেন একে অ্যান্টনি, গৌরব গগোই। লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন,“কোন শর্তেই কোন প্রকৃত নাগরিকের বিতাড়িত হওয়া উচিত নয় এবং প্রতিটি প্রকৃত নাগরিককে সুরক্ষা দেওয়া উচিত।”
একদম স্বাধীনতার জন্য যারা লড়াই করল তারাও আজ বিদেশী এ কেমন এন আর সি।