জয়নাল আবেদিন,অয়ন বাংলা:- 19-ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট একটা রায়ে বলে যে পাট্টাহীণ আদিবাসীরা কে জায়গা ছাড়তে হবে এবং এদের কে উচ্ছেদ হতে হবে। তারই প্রতিবাদে জয়ভীম নেটওয়ার্ক, আদিবাসী সমন্নয় সমিতি, চেতনা মঞ্চ ইত্যাদি সংঘঠণের পক্ষ থেকে একটি ডেপটেশন দেওয়া হল।
রায়ে বলা আছে
“যে সকল আদিবাসীদের জমির পাট্রা নেই, তাদের 27 এপ্রিলের মধ্যে ভূমি থেকে উচ্ছেদ করতে হবে”। এই রায়ের ফলে ভারতের প্রায় ২৩ লাখ আদিবাসী ভূমিহীন হয়েছে। তারই প্রতিবাদে সারাদেশ জুড়ে আদিবাসী- বনবাসী-মূলনিবাসীরা বিক্ষোভে রাস্তায় নেমেছে, আন্দোলন, প্রতিবাদ করছে যাতে এই আইন প্রত্যাহার করা হয়। আজকের বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ মিছিল ও B.D.O-র কাছে ডেপুটেশন জমা দেওয়া হল হরিপালে। এই নিয়ে গোটাদেশে আদিবাসীরা আজ আতঙ্কে,ঘর ছাড়ার আশঙ্কায়।