নিউজ ডেস্ক: – অমিত শাহের ভার্চুয়াল সভার পর বিজেপির ভাঙ্গন যেন দিন দিন বেড়েই চলেছে। এবার বিজেপি, সিপিএমে বড়সড় ভাঙন। রবিবার পুরুলিয়ায় জেলা জুড়ে বিভিন্ন দল থেকে শাসকদল তৃণমূলে যোগ দিলেন প্রায় ৪ হাজার কর্মী–সমর্থক। এদিন পাড়া থানার নডিহা গ্রামে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ৭৩২টি পরিবারের প্রায় ৩ হাজারের বেশি ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগ দেন তৃণমূলে। এছাড়া কাশীপুর বিধানসভা এলাকায় বিধানসভার বিধায়ক স্বপনকুমার বেলথরিয়ার হাত ধরে ২৯টি পরিবার ও ঝালদা পুরসভা এলাকায় প্রাক্তন চেয়ারম্যান বর্তমান প্রশাসক প্রদীপ কর্মকারের হাত ধরে শতাধিক মহিলা যোগদিলেন তৃণমূলে।
এদিন সদ্য দলে যোগ দেওয়া নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি, জেলা তৃণমূলের সহ–সভাপতি রথীন্দ্রনাথ মাহাত–সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দল বদল সম্পর্কে মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘বিজেপি এবং সিপিএম থেকে ৭৩২টি পরিবারের সদস্যরা এদিন তৃণমূলে যোগ দিলেন। মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, উন্নয়নে শামিল হতেই দলে দলে যোগদান করছেন তৃণমূলে।’ বিধায়ক উমাপদ বাউরি বলেন, ‘এত বিপুল সংখ্যক মানুষের যোগদান পুরুলিয়ায় এর আগে কখনো হয়নি। মানুষ সব কিছু বুঝতে পারছেন। বিরোধী দলগুলি কেবল রাজ্যে নৈরাজ্যের রাজনীতি কায়েম করতে চাইছে। তা মেনে নিচ্ছে না সাধারণ মানুষ। ফলে পুরনো দল ছেড়ে শাসক দল যোগ দিচ্ছেন।’